Scores

‘এই ইনিংসের মূল্য নেই’

দীর্ঘদিন পর সৌম্য সরকার ফিরেছেন স্বরূপে। যদিও তিন রানের জন্য পাননি অর্ধ-শতকের দেখা। সেই সাথে হেরেছে দলও। সব মিলিয়ে ৩১ বলে ৪৭ রানের ইনিংসটিকে সৌম্য বলছেন মূল্যহীন।

Soumya-learning-from-Tamim

ম্যাচ শেষে ইনিংস বড় করতে না পারার আফসোস নিয়ে সৌম্য বলেন, ‘ইনিংসটা যদি লম্বা করতে পারতাম, দল যদি জিতত তখন এটা নিয়ে বলতে পারতাম। আমি শেষ করতে পারিনি, দল জেতেনি। এই ইনিংসের মূল্য নেই।’

Also Read - তবু প্রাপ্তি লড়াকু মানসিকতা


প্রথম দশ ওভারে বাংলাদেশের সংগ্রহ ছিল নব্বইয়েরও বেশি। তবে রান তোলার এই গতি শেষ দশ ওভারে ধরে রাখতে না পাড়ায় জুটেছে ২০ রানের পরাজয়। সৌম্যও একে দেখছেন হারের কারণ হিসেবে, ‘শেষ ১০ ওভারে ৩ থেকে ৬ নম্বরের (ব্যাটসম্যান) কেউ যদি বড় রান করতে পারত, তাহলে আমাদের জন্য সহজ হতো। তখন একজন সেট ব্যাটসম্যান থাকত। অনেক কিছু হতে পারত।’

তবে এই ম্যাচের মধ্য দিয়ে টেস্ট ও ওয়ানডে সিরিজের ব্যর্থতার গ্লানি কিছুটা হলেও ভুলেছে বাংলাদেশ, যার কারণ খেলোয়াড়দের লড়াকু মানসিকতা। সৌম্যও জানালেন, এই ম্যাচ প্রমাণ করেছে- ভালো করার সামর্থ্য আছে বাংলাদেশের।

সৌম্য বলেন, ‘আজ প্রায় ২০০-এর কাছাকাছি রান করেছে ওরা। আমরাও ১৭৫ করেছি। অবশ্যই আমাদের সামর্থ্য আছে। মাঝে যদি একটা ব্যাটসম্যান ভালো করত, আমরা সহজেই জিতে যেতাম। এখান থেকে আত্মবিশ্বাস বেড়েছে যে আমরা ২০০ করতে পারি।’

এবারের দক্ষিণ আফ্রিকা সফরটি মোটেও ভালো যাচ্ছে না টাইগারদের। টেস্ট ও ওয়ানডে সিরিজে হারার পর সিরিজ উদ্বোধনী টি-২০ ম্যাচে হারতে হয়েছে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন দলকে। এই নিয়ে সফরে টানা ৬ ম্যাচ ধরে জয়হীন বাংলাদেশ। আগামী ২৯ অক্টোবর সিরিজের দ্বিতীয় ও শেষ টি-২০ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা। পরিস্থিতি বা প্রস্তুতি যা-ই বলুক, ঐ ম্যাচে জয় দিয়ে স্বস্তির একটি ইতিই খুঁজবে ধুঁকতে থাকা বাংলাদেশ।

  • সিয়াম চৌধুরী, প্রতিবেদক, বিডিক্রিকটাইম
নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

ভারতের উদ্দেশে উড়াল দিলো টাইগারবাহিনী

টি-২০ তে পেরেরার বদলে মেন্ডিস

ভুগিয়েছে প্রোটিয়াদের শেষ পাঁচ ওভারই

তবু প্রাপ্তি লড়াকু মানসিকতা

“টি-টোয়েন্টি সিরিজে লড়াই হবে”