"এই দল বাংলাদেশকে অনেক দূরে নিয়ে যেতে পারবে"
দীর্ঘদিন পর জাতীয় ফেরা এনামুল হক বিজয় আত্মবিশ্বাসের সাথে বর্তমান দলটির সামর্থ্যের কথা জানালেন
তাহসিনা জামানক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে -
আপডেট হয়েছে -
খেলার সারসংক্ষেপ
দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ হারের পর ওয়েস্ট ইন্ডিজ সফরেও হার দিয়ে সাদা পোশাকের মিশন শুরু হয়েছে বাংলাদেশের। তবে দীর্ঘ দিন পর দলে ফেরা এনামুল হক বিজয় মনে করছেন জাতীয় দলের ভেতরের অবস্থা দারুণ এবং তারা দ্রুতই ঘুরে দাঁড়াবেন।
২০১৪ সালে সর্বশেষ জাতীয় দলের পক্ষে টেস্ট খেলেছিলেন বিজয়। মাত্র চারটি টেস্ট ম্যাচ খেলেই থমকে গিয়েছিল বিজয়ের সাদা পোশাকের ক্যারিয়ার। অনেক পরিশ্রম ও সাধনার পর আটটি বছর পেরিয়ে আবার জাতীয় দলে ডাক পেয়েছেন তিনি। এই দীর্ঘ সময়ে অনেকেই দলে এসেছেন নতুন, অনেকেই এসে আবার বাদও পড়েছেন। দীর্ঘদিন পরে ফেরা বিজয়কে বর্তমান দলের সবাই আলিঙ্গন করে নিয়েছেন।
এই দলটিকে নিয়ে আত্মবিশ্বাসী বিজয় বলেন, তাদের সামর্থ্য আছে বাংলাদেশকে অনেক দূরে নিয়ে যাওয়ার। বিজয়ের ভাষ্যমতে,
"আমার খুবই ভালো লাগছে। খুবই আনন্দ পেয়েছি এবার দলে ফিরে। প্রতিটা খেলোয়াড়ই, সবাই স্বাগতম জানিয়েছে। মনে হচ্ছে, দল হিসেবে আমরা দারুণ অবস্থানে আছি। হয়ত ফলাফল আমাদের পক্ষে আসছে না কিছুদিন ধরে, তবে এই দলটার বাংলাদেশকে অনেক দূরে নিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। দলের একজন হিসেবে আমিও সেটা মনে করি এবং সবসময় এই দলের একজন হয়ে থাকতে চাই।"
অনেক দিন পর দলে ফেরা বিজয়ে লক্ষ্য দেশের জন্য বড় কিছু অবদান রাখা। সেই লক্ষ্যে রান করা ও উইকেট না দেওয়া- দুটোকেই সমান গুরুত্ব দিচ্ছেন তিনি।
বিজয় বলেন, "ওভাবে চিন্তা করিনি। দেশের হয়ে খেলব। সুযোগ এসেছে, এটা কাজে লাগাব- এটাই মনে করেছি। সুযোগ পেলে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব যেন বাংলাদেশ দলের জন্য আমি একটা ভালো স্কোর গড়ে দিতে পারি। দ্রুত উইকেট পড়া থামানো থেকে শুরু করে রান করা- সবকিছুই গুরত্বপূর্ণ।"