‘এই সিরিজের পর মানুষ এখন বাবর-রিজওয়াকে আরও বেশি সম্মান করবে’
প্রথমবারের মতো আফগানিস্তানের কাছে টি-টোয়েন্টি সিরিজে হেরেছে পাকিস্তান। সিনিয়রদের ছাড়া পাকিস্তান দল কেমন করে তা তো পরিস্কারভাবেই বোঝা গেছে।

প্রকাশিত হয়েছে - 2023-03-27T14:33:41+06:00
আপডেট হয়েছে - 2023-03-27T14:33:41+06:00
পাকিস্তানের সাধারণ দর্শক ও মিডিয়া এখন থেকে বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানকে আরও সম্মান করবে বলে দাবি করেছেন আফগান সিরিজে পাকিস্তানকে নেতৃত্ব দেওয়া শাদাব খান।
শাদাব-খান-বাবর-আজম-ও-মোহাম্মদ-রিজওয়ান
টি-টোয়েন্টি ক্রিকেটে রান করার চেয়ে স্ট্রাইক রেট অনেক বেশি গুরুত্বপূর্ণ। তবে এই ফরম্যাটে পাকিস্তানের হয়ে রান করলেও প্রায়ই সময় স্ট্রাইক রেটের জন্য সমলোচনার মুখে পড়তে হয়। সেই কারণে আফগানদের বিপক্ষে দেওয়া হয়েছিল বিশ্রাম।
তাদের পরিবর্তে আফগান সিরিজে সুযোগ দেওয়া হয় পিএসএলে ভালো করা ক্রিকেটারদের। অবশ্য ফলাফল পরিবর্তন হয়নি। উল্টো আফগানদের কাছে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ হারের লজ্জা পেতে হয়েছে। ম্যাচ শেষে শাদাব বলেন,
“মানুষ বাবর ও রিজওয়ানের সমলোচনায় ব্যস্ত থাকে সবসময়- সেটা পারফর্ম করলেও বা না করলেও। স্ট্রাইক রেট নিয়ে প্রতিবারই তাদের নিয়ে আলোচনা হয়। জাতি হিসেবে আমরা চাই তরুণ ক্রিকেটাররা আন্তর্জাতিক অঙ্গনে আসুক এবং পিএসএলের মতো পারফর্ম করুক। যাতে পাকিস্তানের মানুষের মনে হয় তরুণরা বাবর-রিজওয়ানের চেয়ে ভালো স্ট্রাইক রেটে ব্যাটিং করবে।”
এতদিন যারা পাকিস্তান ক্রিকেট দলের এই দুই ব্যাটসম্যানের সমলোচনা করতেন তাদের দিকেও আঙুল তুললেন শাদাব। বললেন এখন থেকে আরও বেশি সম্মান পাবেন বাবর-রিজওয়ান।
“কিন্তু অবশেষে মানুষ অনুধাবন করতে পেরেছে, দিনশেষে অভিজ্ঞতাও বড় ব্যাপার। তারা যে ধরণের পারফরম্যান্স করে সে তুলনায় আমাদের সিনিয়ররা প্রাপ্য সম্মান পান না। আশা করি এই সিরিজের পর থেকে পাকিস্তানের মানুষ ও মিডিয়া থেকে আরও বেশি সম্মান পাবেন বাবর-রিজওয়ান।”
রোববার শারজাহতে আগে ব্যাটিং করে ৬ উইকেটে স্কোরবোর্ডে ১৩০ রান তোলে পাকিস্তান। শারজাহর মন্থর উইকেটে ৪৯ বলে ৪৪ রানের ইনিংস খেলেন ওপেনার রহমানউল্লাহ গুরবাজ। ম্যাচ যখন পাকিস্তানের নিয়ন্ত্রণে চলে যায় তখন নাজিবের বুদ্ধিসুলভ ১২ বলে ২৩ রানের ইনিংস ও মোহাম্মদ নবীর ৯ বলে ১৪ রানের ইনিংস আফগানকে জয় এনে দেয়।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি। বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।