Scores

একচোখা কোচদের তীব্র সমালোচনায় রফিক

একজন কোচের প্রথম ও প্রধান দায়িত্ব খেলোয়াড়দের ভুলত্রুটিগুলো শুধরে দিয়ে তার কৌশলগত দক্ষতা আরও বৃদ্ধি করা, তার ভেতরে আত্মবিশ্বাসের সঞ্চার করা। কিন্তু অনেক ক্ষেত্রেই উল্টোটা দেখা যায়। ভালো খেলতে থাকা খেলোয়াড়দের পছন্দ করলেও ফর্ম হারানো ক্রিকেটারদেরকে সহযোগিতার বদলে তার ওপরে চাপ তৈরি করে থাকেন অনেকেই। এই ধরনের কোচদের সমালোচনা করে জানান তাদেরকে পছন্দ করেন না মোহাম্মদ রফিক।

একচোখা কোচদের তীব্র সমালোচনায় রফিক

বিডিক্রিকটাইম  ঈদের বিশেষ আয়োজনের আলাপচারিতায় রফিক তার মনের কথা তুলে ধরেছেন। পক্ষপাতদুষ্ট কোচদের নিন্দনীয় গুণগুলো সবার সামনে তুলে ধরেছেন রফিক। বাংলাদেশি সাবেক ক্রিকেটার জানান, এই ধরনের কোচদেরকে তিনি কখনোই পছন্দ করেন না। পছন্দের খেলোয়াড়দের সাথে বিশেষ সম্পর্ক রাখা ও অন্যদেরকে চাপের মধ্যে রাখার সমালোচনা করেন তিনি।

Also Read - এখনো আগের মতো খেলতে পারার আত্মবিশ্বাস রফিকের


রফিক বলেন,কোচকে সৎ থাকতে হবে। প্রত্যেক কোচেরই দেখা যায় নিজস্ব কিছু পছন্দের খেলোয়াড় থাকে। যে নিয়মিত ভালো পারফর্ম করে কোচ দেখা যায় তার সাথে বেশি মিশে, আবার যে পারফর্ম করে না তাকে আরও ডুবিয়ে দেয়। আমি এসব কোচকে পছন্দ করিনি, এখনো করি না।’

কোচদের মূল কাজগুলো আরও একবার স্মরণ করিয়ে দেন এই বাঁহাতি স্পিনার। কোচরা খেলোয়াড়দের চাপের মধ্যে রাখার ফলেও অনেক খেলোয়াড় ফর্মে ফেরার বদলে আরও তলিয়ে যান বলে অভিযোগ করেছেন তিনি।

তিনি আরও বলেন, ‘কোচের কাজ খেলোয়াড়দের তৈরি করা। দল বানাবে নির্বাচকরা। এটা তো কোচের দায়িত্ব না। কোচের দায়িত্ব খেলোয়াড়ের কাছ থেকে পারফরম্যান্স আদায় করা। একজন খেলোয়াড় বাংলাদেশ দল পর্যন্ত এসেছে, সে তো নিশ্চয়ই খারাপ খেলোয়াড় না। সে কী কারণে ভালো করতে পারছে না, কীভাবে আরও উন্নত করা যায় এটা চিন্তা করা কোচের কাজ। খারাপ খেলার চাপের উপর আপনি যদি দল থেকে বাদ পড়ার চাপও দেন, ও কোথায় যাবে?’

মোহাম্মদ রফিকের সাক্ষাৎকারটি দেখুন এখানে:

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

আগামী দুই এশিয়া কাপের ভেন্যু চূড়ান্ত

হোল্ডারের বোলিং তোপে গুড়িয়ে গেল ইংলিশরা

ইংল্যান্ডের ওয়ানডে স্কোয়াড ঘোষণা, নেই স্টোকস-বাটলার

অবসরে যাচ্ছেন না ধোনি, করছেন কঠোর পরিশ্রম

এশিয়া কাপের ভাগ্য চূড়ান্ত করল এসিসি