“একজন চাকরিচ্যুত, হতাশাগ্রস্ত, সুবিধাবঞ্চিত ক্রিকেটার বলছি”
জিম্বাবুয়ে ক্রিকেটকে কিছুদিন আগেই তাদের ক্রিকেট বোর্ডের কাজে সরকারের হস্তক্ষেপের জন্য নিষিদ্ধ ঘোষণা করে আইসিসি। তখনই জন্য শঙ্কা ছিল, তারা আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে অংশগ্রহণ করতে পারবে না। সেটাই সত্য হলো। মঙ্গলবার (৬ আগস্ট) আইসিসি আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেয়, জিম্বাবুয়ে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে অংশগ্রহণ করতে পারবে না।
সদস্যপদ বাতিলের পর থেকেই বিপাকে পড়েছে দেশটির ক্রিকেটাররা। তবে টি-২০ বিশ্বকাপের কোয়ালিফায়ারের আগে ফিরে আসার আশা ছিল তাদের। কিন্তু সে পথও বন্ধ হয়ে যাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন স্ট্যাটাস দিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জিম্বাবুয়ান অলরাউন্ডার সিকান্দার রাজা।
Also Read - নেতৃত্ব থেকে অব্যহতি দেয়া হচ্ছে ডু প্লেসিকে!
তিনি লেখেন, ‘আইসিসির সিদ্ধান্ত দেখে বাকরুদ্ধ হয়ে গেলাম! আইসিসি আমাদের জন্য আর কোনো অবাক করা খবর লুকিয়ে রেখেন নয। কোনো সংকোচ ছাড়ায় সবকিছু জানিয়ে দিন। তাহলে অনন্ত আমাদের চাকরিহীন এই জীবনটা আমরা আরেকটু ভালোভাবে যাপন করতে পারব! একজন চাকরিচ্যুত, হতাশাগ্রস্ত, সুবিধাবঞ্চিত ক্রিকেটার বলছি!’
প্রসঙ্গত, জিম্বাবুয়ের অংশগ্রহণ করতে না পারায় কপাল খুলেছে আরেক আফ্রিকান দেশের। জিম্বাবুয়ের পরিবর্তে আফ্রিকান প্রতিনিধি হিসেবে টি টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে অংশগ্রহণ করবে নাইজেরিয়া। টি-টোয়েন্টি বিশ্বকাপের বৈশ্বিক বাছাইপর্বে অংশগ্রহণ করা দেশটির জন্য বড় সাফল্য হিসেবেই বিবেচনা করা হচ্ছে আপাতত। মেয়েদের ক্রিকেটে জিম্বাবুয়ের পরিবর্তে অংশগ্রহণ করবে নামিবিয়া।
Just speechless at this decision by @ICC
So if @ICC have anymore surprises for us please don’t be shy, just get them ALL out now so that we can plan our unemployed lives a bit better.Regards
An unemployed ,frustrated and out of opportunities Cricketer pic.twitter.com/SHdMVbdecu
— Sikandar Raza (@SRazaB24) August 6, 2019
Zimbabwe confirmed to miss both the Women’s and Men’s T20 World Cup Qualifiers, replaced by Namibia and Nigeria respectively. pic.twitter.com/VpE222Js3O
— Bertus de Jong (@BdJcricket) August 6, 2019
প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।