Scores

একটি ডেলিভারিতেই সমস্যা সঞ্জিতের

ত্রুটিযুক্ত বোলিং অ্যাকশনের অভিযোগে পরীক্ষার সম্মুখীন তরুণ স্পিনার সঞ্জিত সাহার মাত্র একটি ডেলিভারি পদ্ধতিতেই সমস্যা রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ম্যানেজার নাসির আহমেদ।

সর্বশেষ ঢাকা প্রিমিয়ার লিগ শেষে ত্রুটিযুক্ত অ্যাকশনের দায়ে অভিযুক্ত করা হয় ৪ জন বোলারকে, যাদের সবাই-ই স্পিনার। এদের মধ্যে আছেন সঞ্জিদ সাহাও। জাতীয় পর্যায়ে দাপটের সাথে খেলে যাওয়া তরুণ প্রতিভাবান এই স্পিনারকে বাংলাদেশ দলের আগামী দিনের স্পিন-কান্ডারি হিসেবে ভেবে থাকেন অনেকেই।

Also Read - অহেতুক বিতর্কে চটেছেন সাকিব-পত্নী শিশির


সঞ্জিত সম্পর্কে নাসির আহমেদ বলেন,  জাতীয় দলের কোচদের সাথে আমি কথা বলেছি। ওরা আমাকে বলেছে, ওর বোলিংয়ে তেমন সন্দেহজনক কিছু আছে বলে মনে হচ্ছে না। অনুর্ধ্ব-১৯ দলে থাকার সময়ও একবার অভিযুক্ত হয়েছিল। তখন সে আইসিসির পরীক্ষা দিয়ে পাশ করেই এসেছিল।’

সঞ্জিতের সম্পূর্ণ বোলিংয়ে নেই ত্রুটি। সমস্যা ধরে পড়ছে শুধু একটি অ্যাকশনেই। নাসির আরও জানান, ‘সঞ্জিতের সব বোলিং অ্যাকশন নিয়ে অভিযোগ নেই। ও সোজা ধরনের একটা বল করে থাকে। সেটা করার সময়ই সম্ভবত কনুই ১৫ ডিগ্রির চেয়ে বেশি বাঁকা হয়।’

বেশিরভাগ স্পিনারের ক্ষেত্রেই অ্যাকশন নিয়ে সমস্যা হয় জানিয়ে তিনি আরও বলেন, শীঘ্রই অভিযুক্তদের বোলিং বিশ্লেষণ করে অভিযোগ খতিয়ে দেখবে বিসিবি, ‘গড়ে ৯০ ভাগ স্পিনারদের বিরুদ্ধেই অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগ ওঠে। সর্বশেষ ফাস্ট ডিভিশন লিগে ১২ জন বোলারের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। যার মধ্যে মাত্র দুজন ছিলো পেসার। আমরা খুব দ্রুতই তাদেরকে এনে তাদের বোলিং ভিডিও করবো। এরপর অ্যানালাইসিস করে দেখবো তাদের বিরুদ্ধে অভিযোগ গুলো ঠিক কি না।

  • সিয়াম চৌধুরী, প্রতিবেদক, বিডিক্রিকটাইম
নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

আলাদা কোচ ঠিক করেছেন সোহান

প্রথম বাংলাদেশি পেসার হিসেবে মাশরাফির চারশো

নাসিরের বোলিং তোপে বিপর্যস্ত আবাহনী

আগামীকাল মাঠে ফিরছেন তাসকিন

বৃষ্টি আইনে খেলাঘরের জয়ে বিফলে ফজলের শতক