Scores

একদিনেই শেষ কোহলি-স্মিথদের ম্যাচের টিকিট

অস্ট্রেলিয়া এবং ভারতের মধ্যকার সিরিজে মাঠে ফিরছে দর্শক। ইতোমধ্যে প্রায়ই বিক্রি হয়ে গিয়েছে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজের সবগুলো ম্যাচের টিকিট। এমনটাই জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) ।

করোনাভাইরাসের কারণে প্রায় সব ধরণের খেলাই বন্ধ ছিল। করোনার থাবার পর ম্যাচগুলো ‘ক্লোজ ডোরে’ আয়োজন করেছে ক্রিকেট বোর্ডগুলো। এমনকি আইপিএলের মতো জনপ্রিয় টুর্নামেন্টও ‘ক্লোজ ডোরে’ আয়োজন করা হয়েছিল। তবে ভিন্ন পথ অবলম্বন করতে চলেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। অস্ট্রেলিয়ায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা কমতে থাকায় দেশটির ক্রিকেট মাঠে দর্শক ফেরানোর চিন্তা করেছে।

Also Read - বরিশালের আঞ্চলিক ভাষা শেখার চেষ্টায় তামিম


ইতোমধ্যে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দুইটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টির টিকিট বিক্রি শেষ বলে জানানো হয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া থেকে। তবে বাকি আছে প্রথম ওয়ানডে ম্যাচের কিছু টিকিট। আশা করা হচ্ছে প্রথম ওয়ানডে আরম্ভ হওয়ার আগেই বিক্রি হয়ে যাবে বাকি থাকা টিকিটগুলো।

এই ইস্যূতে ক্রিকেট অস্ট্রেলিয়া জানায়, সিডনি ক্রিকেট গ্রাউন্ড ও মানুকা ওভালে হতে যাওয়া দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে সব টিকিট শেষ। একইসঙ্গে মানুকার একমাত্র টি-টোয়েন্টি এবং এসসিজির দুই টি-টোয়েন্টির সব টিকিটও বিক্রি হয়ে গেছে। তবে প্রথম ওয়ানডের কিছু টিকিট বাকি রয়েছে এখনো। এ দুই সিরিজে মানুকা ওভাল ও এসসিজির ৫০ শতাংশ সিটের টিকিট বিক্রি করা হচ্ছে।

উল্লেখ্য, আগামী ২৭ নভেম্বর ওয়ানডে সিরিজের মধ্য দিয়ে আরম্ভ হবে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার লড়াই। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষ হবে ৩ ডিসেম্বর ক্যানবেরায়। ওয়ানডে সিরিজ শেষেই ৪ ডিসেম্বর আরম্ভ হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ৮ ডিসেম্বর টি-টোয়েন্টি সিরিজ শেষ হলে ১৭ ডিসেম্বর অ্যাডিলেডে শুরু হবে চার ম্যাচ টেস্ট সিরিজের লড়াই।

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

Related Articles

কোহলিবিহীন ভারতকে সফল হওয়ার টোটকা জানালেন শোয়েব

অস্ট্রেলিয়ার টেস্ট দলে ‘৫’ নতুন মুখ

শচীন-লারাদের ক্লাবে প্রবেশ করলেন ধোনি

ঐতিহাসিক সিরিজ জয়ে পুরস্কার পাচ্ছেন কোহলিরা

গোলাপী শাড়িতে সিডনি টেস্টে হাজির একদল ভারতীয় ও শ্রীলঙ্কান নারী, কিন্তু কেন?