একমাত্র ক্রিকেটার হিসেবে সাকিবের আরেক রেকর্ড
কদিন আগেই মিরপুরে গড়েছিলেন এক ভেন্যুতে আড়াই হাজার রান ও ১০০ উইকেটের মাইলফলক। এবার আরও একটি কীর্তি গড়লেন বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান। নিজের অলরাউন্ডার সত্তার পরিচয় দিয়ে সাকিবের এই কীর্তির সাক্ষী গোটা দেশ।

গোটা দেশ- কারণ সাকিবের নতুন এই কীর্তি ঘরের মাঠে। নিজের দেশে খেলে ইতিহাসের একমাত্র ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ৬ হাজার রান ও ৩০০ উইকেটের রেকর্ড গড়েছেন সাকিব। সাকিব ছাড়া আর কারোরই এমন কীর্তি নেই।
First ODI fifty in 18 months & 20 days for Shakib#BANvWI pic.twitter.com/vfFjmjygQ1
Also Read - চার অর্ধশতকের সুবাদে বাংলাদেশের বড় সংগ্রহ— bdcrictime.com (@BDCricTime) January 25, 2021
বলা বাহুল্য, সাকিবের এই কীর্তি তিন ফরম্যাট মিলিয়েই। আন্তর্জাতিক ক্রিকেটে ঘরের মাঠে তিনশরও বেশি উইকেট ছিল আগে থেকেই। সোমবার (২৫ জানুয়ারি) চট্টগ্রামে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫১ রানের ইনিংস খেলেন। এই ইনিংস খেলার পথে তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের পর তৃতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে দেশের মাটিতে ৬ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন।
৬ হাজার রান ও ৩০০ উইকেটের মালিক হওয়ার পথে সাকিবকে খেলতে হয়েছে ১৭০ আন্তর্জাতিক ম্যাচ, তিন ফরম্যাট মিলিয়ে। ক্যারিবীয় সিরিজের তৃতীয় ম্যাচে বল ডেলিভারি করার আগপর্যন্ত দেশের মাটিতে সাকিবের শিকার করা উইকেটের সংখ্যা ৩৩৬। আর এখন পর্যন্ত রান এসেছে ৬০৪৫। আছে ৫টি সেঞ্চুরি। বল হাতে সাকিবের সেরা বোলিংও ঘরের মাটিতেই। নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে ২০১৭ সালে চট্টগ্রামের মাঠেই ৩৬ রানে শিকার করেছিলেন ৭ উইকেট।
First ODI fifty in 18 months & 20 days for Shakib
#BANvWI
Posted by bdcrictime.com on Monday, January 25, 2021
View this post on Instagram