Scores

একসাথে ব্যাট করলেন সেই সমকামী দম্পতি!

দুজনই নারী, দুজনই খেলেন দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের হয়ে। ক্রিকেট দিয়েই পরিচিতি, তবে আলোচনায় এসেছিলেন একজন আরেকজনকে বিয়ে করে! তবে এবার নতুন করে আলোচনায় দুজন- টি-২০ বিশ্বকাপে একসাথে ব্যাট করে।

একসাথে ব্যাট করলেন সেই সমকামী দম্পতি!

এই দুই ক্রিকেটার হলেন ড্যান ভ্যান নিকার্ক ও মারিজানে ক্যাপ।

দীর্ঘদিনের পরিচয় থেকে প্রেম, অতঃপর গত জুলাই মাসে বিয়ের পিড়িতেই বসে পড়েন এই সমকামী দম্পতি। সমকামী বিয়ে বিশ্বের বেশিরভাগ দেশে অনুচিত কাজ হিসেবে গণ্য হয়। স্বভাবতই তাই দুই ক্রিকেটারের বিয়ে জন্ম দেয় আলোচনা-সমালোচনার।

Also Read - নির্বাচনে আগ্রহী ছিলেন সাকিব, তবে খেলার জন্যই 'না': বোর্ড সভাপতি

চলমান প্রমীলা টি-২০ বিশ্বকাপে একসাথে ব্যাট করে আবারও আলোচনায় এসেছেন দুজন। শ্রীলঙ্কার বিপক্ষে দক্ষিণ আফ্রিকার ঐ ম্যাচে তৃতীয় উইকেটে দুজনে গড়ে তোলেন ৬৭ রানের জুটি। ৬ রানে দুই ওপেনার সাজঘরে ফিরলে বিপর্যয়ও রোধ করেন নিকার্ক ও ক্যাপ। শেষপর্যন্ত বড় অবদান রাখেন দলের ৭ উইকেটের জয়ে। ৪টি চার ও ১টি ছক্কায় ক্যাপ ৪৪ বলে ৩৮ এবং ২টি চারের সহায়তায় নিকার্ক ৪৫ বলে ৩৩* রান করেন।

২০০৯ সালের প্রমীলা বিশ্বকাপে প্রায় কাছাকাছি সময়েই (২ দিনের ব্যবধানে) দুজনের জাতীয় দলের হয়ে অভিষেক ঘটে। ঐ বছরের ৮ আগস্ট ওয়েস্ট ইন্ডিজের (বর্তমান উইন্ডিজ) বিপক্ষে ম্যাচ দিয়ে অভিষেক হয় নিকার্কের। এর দুইদিন পর ১০ আগস্ট ক্যাপের অভিষেক হয় অস্ট্রেলিয়ার বিপক্ষে।

একই লিঙ্গের হয়ে বিয়ে করা দ্বিতীয় ক্রিকেটার দম্পতি নিকার্ক এবং ক্যাপ। এর আগে গত বছর বিয়ের পিড়িতে বসেন নিউজিল্যান্ড নারী ক্রিকেট দলের দুই সদস্য এমি স্যাটার্থওয়েট এবং লিয়া তাহুহু।

দক্ষিণ আফ্রিকান নারী ক্রিকেট দলের উত্থানের পেছনে বেশ অবদান রয়েছে এই দুই ক্রিকেটারের। দুজনের মন লেনাদেনা চলেছে দীর্ঘদিন, এরপর বেঁধেছেন গাঁটছড়া। পারষ্পরিক বোঝাপড়া ভালো হলে দুজনের অবদানে আগামী দিনে আরও সমৃদ্ধ হবে দক্ষিণ আফ্রিকার নারী ক্রিকেট। তবে এজন্য দুজনকে সামলাতে হবে শুভকামনার পাশাপাশি তাদের বিয়ে নিয়ে ধেয়ে আসা তুমুল আলোচনা, সমালোচনা আর বিতর্ক!

আরও পড়ুন: ১৭ নভেম্বর শুরু হচ্ছে কর্পোরেট টি-২০ ক্রিকেট

Related Articles

স্ত্রীদের নিয়ে যদি কিন্তুর মারপ্যাঁচে পাকিস্তানি ক্রিকেটাররা

‘বিশ্বাস ফিরিয়ে আনা’র লড়াইয়ে ব্যস্ত সৌম্য

ক্রিকেট থেকে হেলসের ‘অনির্দিষ্টকালের বিরতি’!

বিশ্বকাপ দলের সাথে ইমরানের কাছে গেলেন আমিরও!

বিশ্বকাপে আর্চার সুযোগ না পেলে নগ্ন হবেন ভন!