
জাতীয় দলে এখনো নেই কোনো প্রতিষ্ঠিত লেগ স্পিনার। অথচ বিশ্ব ক্রিকেটে এখন শাসন করছেন লেগিরাই। বাংলাদেশেও লেগ স্পিনারদের প্রাধান্য দিতে বিগত সময়ে একাদশে লেগ স্পিনার রাখার বাধ্যবাধকতা জারি করা হয়েছিল। যদি এই বাধ্যবাধকতার বিরোধী নির্বাচক আব্দুর রাজ্জাক।

সদ্য সাবেক এই ক্রিকেটার বর্তমানে নির্বাচকের আসনে। তীক্ষ্ণ দৃষ্টিতে দেখছেন জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল)। অতীতে এনসিএলে লেগ স্পিনারদের একাদশে না রাখায় কোচদের চাকরি হারানোর মত ঘটনাও ঘটেছে।
তবে রাজ্জাক বলছেন, দলের চাহিদা অনুযায়ীই লেগ স্পিনারদের সুযোগ দেওয়া উচিৎ।
তিনি বলেন, ‘লেগ স্পিনার আসতে হবে। আমি লেগ স্পিনার বানিয়ে ফেলতে পারব না, আপনি লেগ স্পিনার বানিয়ে ফেলতে পারবেন না। একটা দলের কিন্তু প্রয়োজনীয়তা থাকে। প্রত্যেকটা দলই চায় চ্যাম্পিয়ন হতে। যে খেলোয়াড় দিয়ে ভালো হবে, কাজ হবে, যাকে তাদের দলে নিলে সুবিধা হবে, দল জিততে সুবিধা হবে তো এগুলো নিয়ে কাজ করে দলের ম্যানেজমেন্টগুলো।’
‘এখন ক্রিকেট বোর্ড থেকে যদি পুশ করে দেয়া হয় যে খেলাতেই হবে। তাহলে ক্রিকেটের মানটার কিছুটা হলেও সমস্যা হওয়ার কথা। তো সেটা করা হবে না।’
হাল আমলের আমিনুল ইসলাম বিপ্লব কিংবা সময়ে-অসময়ে আলোচনার ঢেউ তোলা জুবায়ের হোসেন লিখন, আমিনুল ইসলাম বিপ্লবরা যথেষ্ট সুযোগ পান কি না এ নিয়ে প্রশ্ন উঠে নিয়মিতই। রাজ্জাক মনে করেন, নতুনদের নিয়ে নিয়মিতভাবে কাজ করে তাদের যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে।
রাজ্জাকের ভাষায়, ‘যেহেতু এটার অভাব আমরা অনুভব করছি। যদিও আমাদের লেগ স্পিনার কখনও জাতীয় দলে একদম একটানা ভালো খেলে যাচ্ছে, চলছে এরকম ছিল না। নতুন যারা আছে ওদের থেকে শুরু করতে হবে। জাতীয় দলে খেলতে হলে বা যেকোনো দলে খেলতে হলে এরকম একজন খেলোয়াড় তো আসতে হবে, যদি না থাকে সেখানে তো নেয়া যায় না।’