একেবারে ব'ন্দু'কধারীর মতো দ্রুতগতিতে আম্পায়ার আঙুল তুলেছে : ডুল
বাংলাদেশের চার রান প্রাপ্য ছিল বলে মনে করেন সাইমন ডুল।

তালহা তানীমContributor
প্রকাশিত হয়েছে - 2024-06-11T14:03:13+06:00
আপডেট হয়েছে - 2024-06-11T18:34:59+06:00
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রুদ্ধশ্বাস ম্যাচে চার রানে হেরেছে বাংলাদেশ। ম্যাচে প্রশ্নবিদ্ধ হয়েছে আম্পায়ারিং। তাওহীদ হৃদয়ের এলবিডব্লিউ এবং মাহমুদউল্লাহ রিয়াদকে বিতর্কিত এলবিডব্লিউ আউট দেয়া নিয়ে হচ্ছে সমালোচনা। এ নিয়ে কথা বলেছেন নিউজিল্যান্ডের ধারাভাষ্যকার ও বিশ্লেষক সাইমন ডুলও। [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]
মাহমুদউল্লাহকে বিতর্কিত আউট দেওয়া ও চার রান স্কোরবোর্ডে যোগ না হওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেন ক্রিকেট বিশ্লেষক ও ধারাভাষ্যকার সাইমন ডুল। তুলনা করেন ভারতের সাথেও।
ক্রিকবাজকে ডুল বলেন, " ভাবুন, বাংলাদেশের জায়গায় ভারত খেলছে ফাইনাল ম্যাচে। আমি বলতে চাইছি, যেভাবে এই পদ্ধতি কাজ করছে, সেখানে কিছু একটা পরিবর্তন অবশ্যই আনতে হবে। কারণ এটা খুবই বাজে একটা ভুল ছিল। একেবারেই বাজে সিদ্ধান্ত। একেবারে বন্দুকধারীর মত দ্রুতগতিতে আম্পায়ার আঙুল তুলেছে।"
ইনিংসের ১৭তম ওভারে ওটনিয়েল বার্টম্যানের সেই বল থেকে বাংলাদেশের চার রান প্রাপ্য, বলছেন ডুল। এমন ঘটনা টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ বলেও ঘটতে পারতো বলে মনে করেন ডুল। পুরো টুর্নামেন্টে ভালো আম্পায়ারিং হলেও এ নিয়ে অসন্তুষ্ট এই ক্রিকেট ধারাভাষ্যকার ও বিশ্লেষক।
" আমাদের বলতেই হবে পুরো টুর্নামেন্টেই আমরা খুব ভালো কিছু আম্পায়ারিং দেখেছি। কিন্তু এইক্ষেত্রে সেটা ছিল না। তার চেয়ে বড় কথা, লেগবাইয়ে চার রান হওয়া দরকার ছিল। ধরা যাক, টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ বলে এটা ঘটলো। আর একটা দল এমন বাজে সিদ্ধান্তের কারণে হেরে গেল।"
আম্পায়ার্স কল ও এমন বিতর্কিত সিদ্ধান্তে আইসিসিকে পরিবর্তন আনতে হবে বলেন ডুল।
"যেভাবে এইসব চলছে, তাতে কিছু পরিবর্তন আনতেই হবে। কারণ এখন প্রায়ই এসব হচ্ছে। প্রতিবারই এমন কিছু প্রশ্ন আমি করেছি আইসিসি টুর্নামেন্টের আগে বা পরে। তখন তারা বলে, আমাদের এখানে কিছু করার নেই। এটা খেলার ফলাফলে বড় কোনো প্রভাব ফেলবে না।"
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।