Scores

এক ইনিংসে খাজার যত রেকর্ড

স্বাগতিক ভারত ও সফরকারী অস্ট্রেলিয়ার মধ্যকার পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের পঞ্চম ও সিরিজ নির্ধারণী শেষ ওয়ানডে ম্যাচে মারকুটে ব্যাটিং চালিয়েছেন অস্ট্রেলীয় ক্রিকেটার উসমান খাজা। আর এই ব্যাটিং দিয়ে তিনি গড়েছেন নতুন কিছু রেকর্ড।

এক ইনিংসে খাজার যত রেকর্ড

ব্যাটিং উদ্বোধন করতে নেমে ১০৬ বলের মোকাবেলায় ১০০ রান করে থামেন খাজা। তার এই ইনিংসে ছিল ১০টি চার ও ২টি ছক্কা। ক্যারিয়ারের দ্বিতীয় শতক তুলে নেওয়া খাজা চলমান সিরিজেই পেয়েছিলেন নিজের প্রথম সেঞ্চুরির দেখা।

Also Read - মুশফিক ক্রাইস্টচার্চে ফিরবেন: খালেদ মাসুদ

পাঁচ ম্যাচের একদিনের আন্তর্জাতিক সিরিজে ভারতের মাটিতে এর আগে সবচেয়ে বেশি রান ছিল ভিলিয়ার্সের। ২০১৫ সালে দক্ষিণ আফ্রিকার সাবেক এই অধিনায়ক করেছিলেন ৩৫৮ রান। খাজা সিরিজের পাঁচ ইনিংস শেষে নামের পাশে যোগ করেছেন ৩৮৩ রান। ডি ভিলিয়ার্সকে পেছনে তো ফেলেছেনই, পেছনে ফেলেছেন এই তালিকায় তৃতীয় স্থানে থাকা (যারা এই ম্যাচের আগে ছিলেন দ্বিতীয় স্থানে) ক্যারিবীয় গর্ডন গ্রিনিজ (১৯৮৩ সাল) ও শ্রীলঙ্কান তিলকরত্নে দিলশানকেও। দুজনই করেছিলেন ৩৫৩ রান।

ভারতের বিপক্ষে (যেকোনো ভেন্যুতে) পাঁচ ম্যাচের সিরিজে সবচেয়ে বেশি রান করার দিক থেকেও খাজা এখন শীর্ষে। এক্ষেত্রে তিনি পেছনে ফেলেছেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসনকে। উইলিয়ামসন নিজেদের মাটিতে ভারতের বিপক্ষে করেছিলেন ৩৬১ রান।

দুর্দান্ত শতকের ইনিংস দিয়ে যে নতুন রেকর্ড গড়েছেন তার আরও একটি রেকর্ডের মাধ্যমে তিনি পেছনে ফেলেছেন এবি ডি ভিলিয়ার্সকে। একইসাথে স্পর্শ করেছেন ক্রিস গেইলকে। পাঁচ ম্যাচের সিরিজে চারবার বা তারও বেশিবার ৫০ রান বা এই রানের চেয়েও বড় ইনিংস খেলেছেন তিনি। এর আগে ভারতের মাটিতে ওয়ানডে সিরিজে চারটি পঞ্চাশ ছাড়ানো ইনিংস দেখা গিয়েছিল গেইলের ব্যাটেও। ২০০২ সালে ক্যারিবীয় বিধ্বংসী ব্যাটসম্যান গড়েছিলেন এই কীর্তি। ভারতের বিপক্ষে এক সিরিজে তিনটি পঞ্চাশ ছাড়ানো ইনিংস ছিল ডি ভিলিয়ার্সের। এই রেকর্ডের দিক থেকে তরুণ উসমান খাজা পেছনে ফেলেছেন দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের সাবেক অধিনায়ককে।

Related Articles

অজিদের বিপক্ষে শেষ তিন ওয়ানডের পাকিস্তান দল ঘোষণা

অজিদের কাছে হারে সিরিজ শুরু পাকিস্তানের

স্মিথ-ওয়ার্নারের জন্য জায়গা ছাড়তে প্রস্তুত ফিঞ্চ

টেস্ট জার্সির পেছনে আসছে নাম ও নম্বর!

প্রথম টেস্ট জয় পেতে কে কত ম্যাচ খেলেছে