Scores

এক দশক পর টেস্ট দলে ফাওয়াদ

দীর্ঘ ১০ বছর পর পাকিস্তানের টেস্ট স্কোয়াডে জায়গা পেয়েছেন দেশটির টপ অর্ডার ব্যাটসম্যান ফাওয়াদ আলম। ৩৪ বছর বয়সী এই ক্রিকেটারকে নিয়েই ১৬ সদস্যবিশিষ্ট টেস্ট স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

এক দশক পর টেস্ট দলে ফাওয়াদ-

চলতি মাসে শ্রীলঙ্কা জাতীয় দলের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান। এই সিরিজের মধ্য দিয়ে দীর্ঘ সময় পর টেস্ট ক্রিকেট ফিরছে পাকিস্তানে।

Also Read - রিয়াদকে নিয়ে শঙ্কা!


 

শ্রীলঙ্কার পর বাংলাদেশের বিপক্ষেও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে দলটি। তাই এই সিরিজের পারফরম্যান্স নির্বাচকদের দল গঠনে রাখবে বড় ভূমিকা।

ফাওয়াদকে দলে জায়গা দিতে বাদ পড়তে হয়েছে ইফতিখার আহমেদকে। অস্ট্রেলিয়া সফরে তার পারফরম্যান্স সন্তোষজনক ছিল না। তাই নির্বাচকরা তাকে রেখেছেন দলের বাইরে।

 

এছাড়া আরও একটি পরিবর্তন এনে স্কোয়াড সাজিয়েছেন নির্বাচকরা। দল থেকে বাদ পড়েছেন অ্যাডিলেড টেস্টে খেলা মহাম্মদ মুসা, যিনি ঐ ম্যাচে উইকেটের খাতাই খুলতে পারেননি। তার বদলে দলে এসেছেন অভিষেকের অপেক্ষায় থাকা উসমান শিনওয়ারি।

এদিকে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের জন্য প্রস্তুত হলেও নাসিম শাহ এখনো টেস্ট দলে রয়েছেন। ঘরের মাঠে টেস্ট খেলে তিনি উড়াল দেবেন যুবাদের বিশ্বকাপে। স্পিনার কাশিফ ভাট্টি অস্ট্রেলিয়া সফরে খেলার সুযোগ না পেলেও এবারো দলে রয়েছেন।

একনজরে পাকিস্তানের টেস্ট স্কোয়াড

আজহার আলী (অধিনায়ক), আবিদ আলী, আসাদ শফিক, বাবর আজম, ফাওয়াদ আলম, হারিস সোহাইল, ইমাম উল হক, ইমরান খান, খাশিফ ভাট্টি, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ রিজওয়ান, নাসিম শাহ, শাহীন শাহ আফ্রিদি, শান মাসুদ, ইয়াসির শাহ ও উসমান শিনওয়ারি।

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

আকমলের কমে যাওয়া শাস্তির বিরুদ্ধে পিসিবির চ্যালেঞ্জ

‘এমন ম্যাচ শুধু পাকিস্তানের পক্ষেই হারা সম্ভব’

অবসরের গুঞ্জন উড়িয়ে দিলেন অ্যান্ডারসন

সমর্থন আর ভালোবাসাই অনুপ্রেরণা যুগিয়েছে : সাকিব

বান্ধবীকে ফোন করে বাচ্চাদের মতো কেঁদেছিলেন ইশান্ত