Scores

এক দিনে দুই ম্যাচ খেলবে ইংল্যান্ড!

একই দিনে দুটি আন্তর্জাতিক ম্যাচ খেলবে পুরুষ জাতীয় দল! পাঠকরা ভ্যাবাচ্যাকা খেয়ে বসতে পারেন। তবে অবাক করা হলেও সত্যি, করোনাভাইরাসের ক্ষতি পুষাতে এমন ভাবনাই ঘুরছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) মাথায়।

এক দিনে দুই ম্যাচ খেলবে ইংল্যান্ড!

করোনাভাইরাসের কারণে ক্রিকেট বিশ্ব স্থবির হয়ে আছে। স্থগিত হয়েছে বেশ কিছু দ্বিপাক্ষিক সিরিজ, সামনে স্থগিত হতে পারে আরও কয়েকটি। এতে ক্রিকেটীয় সূচি এলোমেলো হয়ে পড়ার শঙ্কা রয়েছে।

Also Read - দুই বছরের বেতনই দান করে দিলেন গম্ভীর


তবে সেই বিপর্যয় যথাসম্ভব কাটিয়ে উঠতে পরিস্থিতি ঠিক হওয়ার পর একইসাথে এবং প্রয়োজনে একই দিনে ভিন্ন ফরম্যাটের একাধিক ম্যাচ আয়োজনের কথা বলেছে ইসিবি। ইংল্যান্ডের সীমিত ওভারের অধিনায়ক ইয়ন মরগান বোর্ডের এমন পরিকল্পনায় সায় দিয়েছেন।

বিশ্বকাপজয়ী এই অধিনায়ক বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে বিকল্প হিসেবে যা-ই ভাবা হচ্ছে, সবগুলোকেই আমি কার্যকরী হিসেবে দেখছি। এক দিনে দুই ম্যাচের অভিজ্ঞতা আমরা পাইনি। তবে ভবিষ্যতে যদি এটা হয়, আমার মনে হয় খেলোয়াড়রা এতে সমর্থনই দিবে। অন্তত আমি তো দিবই।’


তবে সেজন্য বর্তমান পরিস্থিতিকে আগে পেছনে ফেলতে চান মরগান। ইংল্যান্ডসহ বেশ কিছু দেশে মহামারী হয়ে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। এর প্রকোপ যত দ্রুত কমবে, তত দ্রুত মাঠে ফিরবে ক্রিকেট।

মরগান বলেন, ‘অনিশ্চয়তায় ভরা সময় এখন। ভাইরাস কেমন প্রভাব ফেলবে বা সংক্রমণ আরও বাড়বে কি না- মানুষ এসব নিয়েই ভাবছে। এখনকার পরিস্থিতিতে খেলার কথা ভাবাও যায় না।’

ইসিবি একসাথে দুই ফরম্যাটের (টেস্টের সাথে সীমিত ওভারের কোনো ফরম্যাট) ম্যাচ আয়োজন করলে মনে পড়বে ৯০ বছর আগের স্মৃতি। ১৯৩০ সালে একইসাথে নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের সাথে টেস্ট খেলেছিল ইংল্যান্ড জাতীয় দল।

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

পাকিস্তানের ২০ বছরের রেকর্ড ভেঙে ইংল্যান্ডের রোমাঞ্চকর জয়

ইংল্যান্ড স্কোয়াডে যুক্ত হলেন আরও এক পেসার

সতীর্থদের পর এবার বোর্ডের বিরুদ্ধে একই অভিযোগ কানেরিয়ার

‘ব্রাভো-নারাইনদের অর্থনৈতিক ভবিষ্যৎ নিশ্চিত করেছে আইপিএল’

হরভজন-যুবরাজ ছোট ভাইয়ের মতো, মারার প্রশ্নই নেই: শোয়েব