Scores

বিসিবি প্রেসিডেন্টস কাপ: এক নজরে সর্বোচ্চ উইকেট শিকারীরা

বিসিবি প্রেসিডেন্টস কাপে ছিল পেস বোলারদের জয়জয়কার। জাতীয় দলের মোহাম্মদ সাইফউদ্দি, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদরা পুরো টুর্নামেন্ট জুড়ে ছিলেন দুর্দান্ত। আলো কেড়েছেন সুমন খানও

সর্বোচ্চ উইকেট শিকারীরা

৪ ম্যাচে ১২ উইকেট শিকার করে সর্বোচ্চ উইকেট শিকারী তামিম একাদশের মোহাম্মদ সাইফউদ্দিন। এক ম্যাচ বেশি খেলে সমানসংখ্যক উইকেট নিয়েছেন চ্যাম্পিয়ন দল মাহমুদউল্লাহ একাদশের রুবেল হোসেন। ফাইনালে পাঁচ উইকেট নিয়ে টেবিলের তিনে উঠে এসেছেন সুমন খান। মাহমুদউল্লাহ একাদশের এ পেসার পাঁচ ম্যাচে নিয়েছেন নয় উইকেট।

Also Read - পাপনের ভুল ভেঙেছেন তাসকিন-রুবেলরা


৮ উইকেট নিয়ে সুমনের পরে আছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান।  টুর্নামেন্টে তার ইকোনমি ৩.৫৭। কমপক্ষে ২৫ ওভার বোলিং করা বোলারদের মাঝে দ্বিতীয় সর্বনিম্ন ইকোনমি তার। এছাড়া ৮ টি করে উইকেট নিয়েছে আল-আমিন হোসেন ও এবাদত হোসেন। স্পিনারদের মাঝে সবচেয়ে বেশি উইকেট নাজমুল একাদশের নাসুম আহমেদের। তিন ম্যাচে ছয় উইকেট শিকার করেছেন নাসুম।

এক নজরে সর্বোচ্চ উইকেট শিকারীরা ;:

১। মোহাম্মদ সাইফউদ্দিন (তামিম একাদশ) : ৪ ম্যাচে ১০.৩৩ গড়ে ১২ উইকেট।
২। রুবেল হোসেন (মাহমুদউল্লাহ একাদশ) : ৫ ম্যাচে ১৩.৪১ গড়ে ১২ উইকেট।
৩। সুমন খান (মাহমুদউল্লাহ একাদশ) : ৩ ম্যাচে ১৩.৪৪ গড়ে ৯ উইকেট।
৪। মুস্তাফিজুর রহমান (তামিম একাদশ) :  ৪ ম্যাচে ১৪.৭৫ গড়ে ৮ উইকেট।
৫। আল-আমিন হোসেন (নাজমুল একাদশ) : ৪ ম্যাচে ১৯.১২ গড়ে ৮ উইকেট।


৬। এবাদত হোসেন (মাহমুদউল্লাহ একাদশ) : ৫ ম্যাচে  ২৭.৫০ গড়ে উইকেট।
৭। তাসকিন আহমেদ (নাজমুল একাদশ) : ৫ ম্যাচে ২৬.২৮ গড়ে ৭ উইকেট।
৮। নাসুম আহমেদ (নাজমুল একাদশ) : ৩ ম্যাচে ১৬.৩৩ গড়ে ৬ উইকেট।
৯। আবু জায়েদ চৌধুরী রাহী (নাজমুল একাদশ) : ৩ ম্যাচে ১৯.৭৫ গড়ে ৪ উইকেট।
১০। রিশাদ হোসেন (নাজমুল একাদশ) : ৪ ম্যাচে ২৪.২৫ গড়ে ৪ উইকেট।
১১। শরীফুল ইসলাম (তামিম একাদশ) : ৩ ম্যাচে ২৫.২৫ গড়ে ৪ উইকেট।

Related Articles

সাইফউদ্দিনের ইনজুরি দুর্ভাগ্যবশত : শান্ত

মাহমুদউল্লাহর কাছ থেকে ‘ব্যাট উপহার’ পেয়েছেন জয়

ড্রাফটের বিষয় এখনো চূড়ান্ত করেনি বিসিবি

সুমনের প্রশংসায় মাহমুদউল্লাহ-মুশফিক

নিজেকে সংযত রেখেই উন্মাদনা উপভোগ করছেন শুক্কুর