
বিসিবি প্রেসিডেন্টস কাপের টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক তালিকার প্রথম পাঁচ ব্যাটসম্যানের তিন ব্যাটসম্যানই নাজমুল একাদশের। শীর্ষে রয়েছেন মুশফিকুর রহিম।
পুরো টুর্নামেন্ট জুড়েই জাতীয় দলের ব্যাটসম্যানদের মাঝে ধারাবাহিকতার অভাব দেখা গিয়েছে। তবে ব্যতিক্রম ছিলেন মুশফিকুর রহিম। নাজমুল একাদশের হয়ে পাঁচ ম্যাচে পাঁচ ইনিংসে ব্যাট করে ২১৯ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন তিনি। পাঁচ ইনিংসে তার দুইটি অর্ধশতক ও একটি শতক রয়েছে। টুর্নামেন্টের একমাত্র শতকের মালিক তিনি। টুর্নামেন্টের সেরা খেলোয়াড়
তার দলের সতীর্থ ইরফান শুক্কুরও ছিলেন টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত। সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় থাকা প্রথম পাঁচ জনের মাঝে সর্বোচ্চ স্ট্রাইক রেট তার (৮৮.০৬)। ৭১.৩৩ গড়ে পাঁচ ম্যাচে ২১৪ রান করেছেন ইরফান।
এছাড়া চ্যাম্পিয়ন দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ৪০.৫০ ইনিংসে ১৬২ রান করে আছেন টেবিলের তিনে। চারে ও পাঁচে আছেন যথাক্রমে আফিফ হোসেন এবং ইমরুল কায়েস।
সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকার প্রথম দশ:
১।মুশফিকুর রহিম (নাজমুল একাদশ) : ৫ ম্যাচে ৪৩.৮০ গড়ে ২১৯ রান।
২। ইরফান শুক্কুর (নাজমুল একাদশ) : ৫ ম্যাচে ৭১.৩৩ গড়ে ২১৪ রান ।
৩। মাহমুদউল্লাহ রিয়াদ (মাহমুদউল্লাহ একাদশ) : ৫ ম্যাচে ৪০.৫০ গড়ে ১৬২ রান।
৪। আফিফ হোসেন (নাজমুল একাদশ): ৫ ম্যাচে ৩১.৪০ গড়ে ১৫৭ রান।
৫। ইমরুল কায়েস (মাহমুদউল্লাহ একাদশ) : ৫ ম্যাচে ৩৬.৫৩ গড়ে ১৪৬ রান।
৬। তৌহিদ হৃদয় (নাজমুল একাদশ) : ৫ ম্যাচে ২৪.৪০ গড়ে ১২২ রান।
৭। লিটন দাস (মাহমুদউল্লাহ একাদশ) : ৫ ম্যাচে ২২.২০ গড়ে ১১১ রান।
৮। নুরুল হাসান সোহান (মাহমুদউল্লাহ একাদশ) : ৫ ম্যাচে ১০৮.০০ গড়ে ১০৮ রান।
৯। মেহেদী হাসান (তামিম একাদশ) : ৪ ম্যাচে ৩৫.৩৩ গড়ে ১০৬ রান।
১০। তামিম ইকবাল (তামিম একাদশ) : ৪ ম্যাচে ২৫.২৫ গড়ে ১০১ রান।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।