এক নাঈমের শতক, আরেক নাঈমের অর্ধশতকের পর নাসিরের ৭৫
নাঈম ইসলাম হাঁকিয়েছেন শতক। নাঈম শেখ পেয়েছেন টানা দ্বিতীয় অর্ধশতক। নাসির হোসেন দেখিয়েছেন দুর্দান্ত ব্যাটিং প্রদর্শনী।

Siam ChowdhurySenior Sub-Editor
প্রকাশিত হয়েছে - 2022-11-22T12:32:17+06:00
আপডেট হয়েছে - 2022-11-22T12:41:34+06:00
খেলার সারসংক্ষেপ
বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ওয়ানডে সংস্করণের দ্বিতীয় রাউন্ডের খেলায় মুখোমুখি হয়েছে বিসিবি দক্ষিণাঞ্চল ও বিসিবি মধ্যাঞ্চল। সাভারে প্রথমে ব্যাট করতে নেমে ২৮১ রান জড়ো করেছে দক্ষিণাঞ্চল।
প্রথম রাউন্দের পর দ্বিতীয় রাউন্ডেও অর্ধশতক হাঁকিয়েছেন নাঈম শেখ।
টস হেরে ব্যাট করতে নেমে দক্ষিণাঞ্চলের শুরুটা হয় ধীরগতিতে। ওপেনার এনামুল হক বিজয় ১৩ বলে ১ ও জাকির হাসান শূন্য রানে সাজঘরে ফেরেন। এরপর ওপেনার নাঈম শেখকে নিয়ে দলের হাল ধরে আরেক 'নাঈম'- নাঈম ইসলাম।
তৃতীয় উইকেটে দুজনে গড়েন ৯৯ রানের পার্টনারশিপ। ৮১ বলে ৫টি চার ও ৪টি ছক্কায় ৬৩ রান করে নাঈম শেখ বিদায় নিলেও নাঈম ইসলাম শতকের দেখা পান। সাজঘরে ফেরার আগে ১০৬ বলে ১২টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১০২ রান করেন তিনি।
চতুর্থ উইকেটে নাসির হোসেনকে সঙ্গে নিয়ে ১৪০ রানের দারুণ এক জুটি গড়েন নাঈম ইসলাম। তার বিদায়ের পর নাসিরও বলের সাথে পাল্লা দিয়ে রান তুলতে থাকেন। যদিও শেষ ওভারে তাকেও ফিরতে হয় সাজঘরে। এর আগে ৮৭ বলের মোকাবেলায় ৭৫ রান করেন, হাঁকান ৯টি চার। তৌহিদ হৃদয় ৯ বলে ১২ রান করে অপরাজিত থাকেন।
নির্ধারিত ৫০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে দক্ষিণাঞ্চলের সংগ্রহ দাঁড়ায় ২৮১ রান। মধ্যাঞ্চলের পক্ষে রবিউল হক শিকার করেন তিনটি উইকেট। একটি উইকেট পেয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত।
সংক্ষিপ্ত স্কোর
টস : মধ্যাঞ্চল
দক্ষিণাঞ্চল : ২৮১/৫ (৫০ ওভার)
নাঈম ইসলাম ১০২, নাসির ৭৫, নাঈম শেখ ৬৩
রবিউল ৪৩/৩, মোসাদ্দেক ৩৬/১
জয়ের জন্য মধ্যাঞ্চলের প্রয়োজন ২৮২ রান।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।