Scores

এক বছরের মধ্যে টেস্টে ভালো দল হবে বাংলাদেশ : পাপন 

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে ভরাডুবির পর জাতীয় দলকে একহাত নিয়েছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তবে এখন সুর অনেকটাই নরম হয়েছে তার। টেস্টের ব্যর্থতা স্বীকার করে নিলেও ওয়ানডের নজরকাড়া সাফল্যের কারণে ফরম্যাটগুলোর মধ্যে তুলনা করতে চান না তিনি।

ওয়ানডের সাথে টেস্টের ব্যর্থতাকে মিলাতে চান না পাপন 

ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় সারির দলের বিপক্ষে ওয়ানডেতে পূর্ণ সাফল্য পেলেও টেস্টে হারতে হয়েছিল দুটি ম্যাচেই। এর আগে আফগানিস্তানের বিপক্ষেও নাজুক পারফরম্যান্স করে তীব্র সমালোচনা কুড়িয়েছিল টাইগাররা। পাপনের আশাবাদ, শীঘ্রই টেস্টে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ। তার আগে ওয়ানডে সাথে বাকি দুই ফরম্যাট, বিশেষ করে টেস্টকে তুলনা করতে চান না।

Also Read - তরুণদের নিয়ে জাতীয় দল গড়ার আভাস দিলেন পাপন


পাপন বলেন, ‘আমার মূল্যায়ন অনুযায়ী বাংলাদেশ দল একটা পর্যায়ে উঠে এসেছে, কিন্তু সেটা ওয়ানডেতে। এখানে তো তিন ফরম্যাট, অন্য খেলার মত একরকম না। আমি আসার আগে থেকে টেস্ট কম খেলা হচ্ছে। টি-টোয়েন্টি আগে ছিলই না। তাই তুলনা করা যাবে না।’

একদিনের ক্রিকেটে বেশি খেলার কারণে ক্রিকেটারদের যেমনি অভিজ্ঞতা বেড়েছে, তেমনি পারফরম্যান্সও ভালো হচ্ছে। বোর্ড সভাপতি জানান, ‘ওয়ানডের কথা যদি ধরেন, খেলেছি বেশি এবং ভালো অবস্থানে এসে পৌঁছেছি। ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার মত দুই বিশ্বচ্যাম্পিয়নের উপরে আমরা আছি। এটা তো একটা বিরাট ব্যাপার। যাদের সাথে আগে জিতিনি তাদের সবার বিপক্ষে জিতেছি। সেদিক দিয়ে নিশ্চিন্তে বলা যায় আমরা ভালো।’

করোনার কারণে বিগত এক বছরে অনেক টেস্ট বাতিলের খাতায় চলে গেলেও টেস্টে ঘুরে দাঁড়ানোর ব্যাপারে আত্মপ্রত্যয়ী বিসিবি সভাপতি, তাই আপাতত দুশ্চিন্তাও নেই তার। তিনি বলেন ,‘আগে আমরা টেস্ট খেলতাম না, এখনো টেস্টে খুব খারাপ অবস্থায় আছি। আর গত এক-দেড় বছরে আমার মনে হয়েছে কোনো দলের বিরুদ্ধে খেলার আগে পরিকল্পনার অনেক পরিবর্তন হচ্ছে। পরিকল্পনার পরিবর্তন ভালো না খারাপ সেদিকে আমি যাচ্ছি না। তবে ওদের পরিকল্পনা কাজে দিচ্ছে না।’ 

‘আমি খুব একটা চিন্তিত নই। করোনার কারণে এক বছর পিছিয়ে গেছি কিন্তু এক বছর পর টেস্টে ভালো কিছু করব ইনশাআল্লাহ্‌।’

Related Articles

প্রিমিয়ার লিগ মাঠে গড়ানোর সম্ভাবনা ক্ষীণ, বলছেন পাপন

টেস্ট ক্রিকেটে দুর্বলতার কথা স্বীকার করলেন পাপন

ম্যাচ হারলে বেশি কষ্ট না পাবার পরামর্শ পাপনের

একাদশ কী হচ্ছে, টস জিতে বোলিং নিবে নাকি ব্যাটিং- এখন সেটা জানি : পাপন

করোনাকালে বাড়তি সতর্কতায় বিসিবি সভাপতি