এক বছরে ‘দুইটি টুর্নামেন্ট’ আয়োজনের ভাবনা সিসিডিএমের
করোনার পর আবার ক্রিকেট ফিরেছে। শুরুতে তিন দলের পর এবার পাঁচ দল নিয়ে টুর্নামেন্ট আয়োজন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবির সাহসী পদক্ষেপে স্থগিত থাকা ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল) শুরু হওয়ার সম্ভাবনা জেগেছে। প্রয়োজনে এক বছরে দুইটি লিগ আয়োজনের ভাবনা ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম)।
গত ১৫ মার্চ করোনা ভাইরাসের আতঙ্ক মাথায় নিয়ে বেশ ঘটা করে শুরু হয় ডিপিএলের চলতি মৌসুমের খেলা। তবে খুব বেশিদিন স্থায়ী হয়নি। পরের দিনই ঘোষণা আসে আপাতত স্থগিত রাখা হচ্ছে টুর্নামেন্টটির দ্বিতীয় রাউন্ড। পরিস্থিতি অবনতি হলে বন্ধ হয়ে যায় দেশের ক্রিকেট।
Also Read - করোনা নেগেটিভ জয়, যোগ দিলেন দলের সাথেএরপর মাঠে খেলা ফিরলেও ডিপিএল আর আলোর মুখ দেখেনি। তবে স্থগিত থাকা এই টুর্নামেন্ট নিয়ে আলোচনা চলছে বলে জানান, সিসিডিএম চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ। প্রয়োজনে জৈব সুরক্ষা বলয় তৈরিতে আলাদা আলাদা হোটেলে ১২ দলকে রাখার চিন্তা চলছে। ভাবনা চলছে ঢাকার বাইরে ম্যাচ আয়োজন নিয়েও।
এ প্রসঙ্গে কাজী ইনাম বলেন, ‘ঢাকা প্রিমিয়ার লিগ নিয়ে আমাদের যে চিন্তাটা। যেহেতু গতবার মার্চ মাসে কোভিডের কারনে বন্ধ করতে হয়েছিল। তো আমাদের যে চিন্তাটা আছে, ঢাকা প্রিমিয়ার লিগ হবে। সেখানে ১২টি টিম নিয়ে কি চিন্তা করা যায় এটা নিয়ে অলরেডি অনান্য বোর্ড ডিরেক্টরদের সাথে আলাপ হয়েছে।’
‘বোর্ড প্রেসিডেন্টের সাথে কথা হয়েছে। আমরা অবশ্যই ঢাকা প্রিমিয়ার লিগটা করতে চাই। আমাদের কিন্তু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টুর্নামেন্ট। ঢাকার বাইরে টুর্নামেন্ট নেওয়া নিয়ে আমরা আগেও আলাপ করেছি। আমরা এখনো দেখছি কি করা যায়।’– যোগ করেন তিনি।
ডিপিএলের নতুন মৌসুম শুরুর আগে স্থগিত থাকা খেলা ফেরানো নিয়ে ভাবনা সিসিডিএমের, ‘এই মৌসুমের মধ্যেই কিন্তু আমাদের লিগটা শেষ করতে হবে। আমরা চেষ্টা করছিলাম গত মৌসুমেরটা আরো আগে করা যায় নাকি। পরবর্তীতে এটা নিয়ে আমরা আবার আলোচনা করব এবং ক্লাব ও খেলোয়াড়দের সঙ্গে আলোচনা চালিয়ে যাব।’
তবে জানুয়ারিতে সম্ভব না হলেও চলতি মৌসুমেই দুইটি টুর্নামেন্ট আয়োজনের আভাস দেন কাজী ইনাম, ‘জানুয়ারিতে হবে কি হবে না সেটা আমি এখনি বলতে পারব না। কারণ, জনুয়ারিতে কিন্তু আমাদের একটি ইন্টারন্যাশনাল সিরিজও আছে। যদি একবছরেও দরকার হয় বা আট মাসেও দরকার হয়, এর ব্যবধানে যদি দুইটা সিঙ্গেল লিগও করা যায় সেরকম বিবেচনা কিন্তু আমরা করতে পারি।’
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।