SCORE

এক ম্যাচে নাসিরের দুই মাইলফলক স্পর্শ

একেএস বাংলাদেশ প্রিমিয়ার লিগের ৩৭তম ম্যাচে অভিনব এক অর্জনের দেখা পেয়েছেন সিলেট সিক্সার্সের অধিনায়ক নাসির হোসেন। চিটাগং ভাইকিংসের বিপক্ষে ৩১ রানের বিনিময়ে ৫ উইকেট লাভ করার দিন টি-টোয়েন্টি ক্যারিয়ারে প্রথমবারের মতো এক ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার পাশাপাশি ৫০ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করেছেন তিনি।

টি-টোয়েন্টি ক্যারিয়ারে ৫০ উইকেটের মাইলফলক স্পর্শের পর সতীর্থদের সাথে উদযাপনে নাসির।
টি-টোয়েন্টি ক্যারিয়ারে ৫০ উইকেটের মাইলফলক স্পর্শের পর সতীর্থদের সাথে উদযাপনে নাসির।

 

সেই সাথে বিপিএলের ইতিহাসে ১১তম বোলার হিসেবে এক ইনিংসে পাঁচ উইকেট লাভের নজিরও স্থাপন করেছেন এই স্পিনার। বিপিএলে সর্বমোট ১১জন বোলার এক ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখালেও আফিফ হোসেন ধ্রুব ও সাকিব আল হাসানের পর তৃতীয় স্পিনার হিসেবে এই মাইলফলক স্পর্শ করেছেন নাসির।

Also Read - বিরাট কোহলির আরও একটি রেকর্ড

প্রসঙ্গত, নাসির হোসেনের আগে বিপিএলের ইতিহাসে এক ইনিংসে পাঁচ উইকেট লাভের খাতায় নাম লিখিয়েছেন মোহাম্মদ সামি, কেভন কুপার, আল-আমিন হোসেন, থিসারা পেরেরা, আবুল হাসান, তাসকিন আহমেদ, আফিফ হাসান, হাসান আলী, সাকিব আল হাসান ও শফিউল ইসলাম।

বিপিএলের ইতিহাসে নির্দিষ্ট এক আসরের এক ইনিংসে ৫ উইকেট নেওয়ার নজির মিলেছিল ২০১৫ ও ২০১৬ সালে যৌথভাবে তিনবার করে। নাসিরের আজকের ৫ উইকেট নেওয়ার পথে ভেঙ্গে গেছে এই রেকর্ডটিও। নাসিরের পাঁচ উইকেট লাভে চলমান বিপিএলে এই নিয়ে চারজন বোলার শিকার করেছেন এক ইনিংসে ৫ উইকেট নেওয়ার মাইলফলক। যার ফলে ক্রিকেটে ভেঙ্গে গেছে ২০১৫ ও ১৬ সালের রেকর্ডটি।

নাসির হোসেনের ঘুর্ণি জাদুতে দিশেহারা চিটাগং ভাইকিংস আজ গুটিয়ে গেছে ইনিংসের ১২ ওভারের মধ্যে মাত্র ৬৭ রানে। যার ফলে এই ম্যাচ জিতে আসরের শেষ চার নিশ্চিত করার লড়াইয়ে টিকে থাকার সুযোগ পাচ্ছে নাসির-সাব্বিররা। উল্লেখ্য ইতোমধ্যে চলমান একেএস বিপিএল ২০১৭ প্রতিযোগিতার প্লে-অফ পর্ব নিশ্চিত করেছে তিন দল যথাক্রমে কুমিল্লা ভিক্টোরিয়ান্স, খুলনা টাইটান্স ও ঢাকা ডায়নামাইটস। তিন দল নিশ্চিত হয়ে গেলেও চতুর্থ দল এখনো নিশ্চিত হয়নি। আর এই লড়াইয়ে রংপুর রাইডার্সের সাথে টিকে আছে সিলেট সিক্সার্স।


আরও পড়ুনঃ আফ্রিদি-আমিরদের ছাপিয়ে গেলেন সাকিব

Related Articles

শুরুর ঝলকের পর সৌম্যর ছন্দপতন