Scores

এক শর্তে পাকিস্তান দলে ফিরবেন আমির

পাকিস্তান জাতীয় দল থেকে অবসর নিয়ে হইচই ফেলে দিয়েছিলেন পাকিস্তানের তারকা পেসার মোহাম্মদ আমির। তবে এক শর্তে অবসর ভেঙে জাতীয় দলে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এমনি দাবি পাকিস্তানের গণমাধ্যমের। 

আমিরের কাঠগড়ায় মিসবাহ ও ওয়াকার

যদিও আমিরের এই শর্ত আদৌ পূরণ হবে কি না তা বড় প্রশ্ন বটে। অবসর নেওয়ার পর আমির দাবি করেছিলেন, পাকিস্তান জাতীয় দলের প্রধান কোচ মিসবাহ উল হক ও বোলিং কোচ ওয়াকার ইউনিসের ‘অবহেলা’র কারণে তিনি জাতীয় দল থেকে সরে দাঁড়িয়েছেন। আমির ঠিক করেছেন, এই দুইজনকে অব্যাহতি দেওয়া হলে জাতীয় দলে ফিরবেন তিনি।

Also Read - সমালোচনার মুখে জার্সিতে পরিবর্তন


এতে আবারো স্পষ্ট হল মিসবাহ-ওয়াকারের সাথে আমিরের দ্বন্দ্ব। আমির জানিয়েছেন, মিসবাহ ও ওয়াকার দায়িত্ব থেকে সরে দাঁড়ালে বা সরানো হলে, অর্থাৎ বর্তমান কোচিং প্যানেল পরিবর্তিত হলে তিনি নিজেকে আবারো জাতীয় দলের জন্য বিবেচনা করার সুযোগ করে দিবেন।

সামা টিভিকে দেওয়া সাক্ষাৎকারে আমির বলেন, ‘আমি বোর্ডকে জানাবো আমি খেলার জন্য প্রস্তুত আছি, যদি নতুন টিম ম্যানেজমেন্ট জায়গা করে নেয়। আমি মনে করি না এই বর্তমান ম্যানেজমেন্টের সাথে সবকিছু আবার ঠিকঠাক হতে পারে, কারণ হুট করে তো আমার মনোভাব বদলে যায় না।’

২০১০ সালের স্পট ফিক্সিং কেলেঙ্কারির পর দীর্ঘ সাজা ভোগ শেষে ২০১৬ সালে পাকিস্তান জাতীয় দলের হয়ে ফেরেন আমির।এরপর প্রতাপের সাথেই খেলছিলেন আন্তর্জাতিক ক্রিকেটে। যদিও মিসবাহ-ওয়াকার জাতীয় দলের কোচিং প্যানেলে নিযুক্ত হওয়ার পর ব্রাত্য হয়ে পড়েন তিনি। একপর্যায়ে সবাইকে অবাক করে দিয়ে অবসরের ঘোষণা দেন গত ডিসেম্বরে।

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

Related Articles

আইসিসির মাসসেরার মনোনয়ন পেয়ে আলোচনায় নেপালের কুশল

বাংলাদেশকে হারানোর পুরস্কার পেলেন মেয়ার্স-বোনাররা

মাতৃত্ব ও পিতৃত্বকালীন ছুটিতে পিসিবির প্রশংসনীয় উদ্যোগ

জাতীয় দল নয়, লিগ খেলাকেই প্রাধান্য দিবেন হোল্ডার

তরুণদের সুযোগ দিতে অবসরের সিদ্ধান্ত থিসারার