
চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে পৌঁছে গেছে নিউজিল্যান্ড৷ তবে, এই জয়েই উল্লাসে ভেসে যেতে নারাজ নিউজিল্যান্ড অলরাউন্ডার জেমস নিশাম৷

গৌরবময় অনিশ্চয়তার খেলা ক্রিকেটে পাশার দান উল্টোতে সময় লাগে না খুব একটা। সময়ের মারপ্যাঁচে খলনায়ক পরিণত হোন নায়কে, বিষাদের গল্পও হয়ে উঠে চরম রোমান্টিক কোন উপন্যাস৷ আর বুধবার সেরকমই এক গল্পের সাক্ষী হয়েছে আবু ধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়াম৷ যেখানে ২০১৯ একদিনের বিশ্বকাপের ফাইনাল ম্যাচের প্রতিশোধ ঠিক তার পরের বৈশ্বিক আসরেই সুদে আসলে তুলে নিয়েছে কিউইরা৷
আবু ধাবির শেখ আবু জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে বুধবার মুখোমুখি হয়েছিল ২০১৯ একদিনের বিশ্বকাপের দুই ফাইনালিস্ট৷ টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরের প্রথম সেই সেমিফাইনালে ইংল্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে ফাইনালে খেলা নিশ্চিত করেছে নিউজিল্যান্ড৷ ইনিংস শেষে কিউইদের হাতে রয়ে গিয়েছিল আরো ছয়টি বল৷ কিন্তু, স্কোরকার্ড যত সহজভাবে ম্যাচের চিত্র বর্ণনা করছে আসলে ঠিক এতটা সহজ ছিল না ম্যাচের প্রেক্ষাপট৷ উল্টো ইংল্যান্ডের কাছে হেরে আরেকটি বৈশ্বিক আসর থেকে বাদ পড়ার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে ছিল কিউইরা৷
নিউজিল্যান্ড আর ইংল্যান্ডের মধ্যকার এই গুরুত্বপূর্ণ ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন কিউই ওপেনার ডেরিয়েল মিচেল৷ কিন্তু, ম্যাচের ভাগ্য নির্ধারণে গুরুত্বপূর্ণ অবদান ছিল নিউজিল্যান্ড অলরাউন্ডার জেমস নিশামেরও৷ ইনিংসের ষোলতম ওভারে নিশাম যখন ব্যাট হাতে ক্রিজে নামেন তখনও দলের প্রয়োজন ২৯ বলে ৬০ রান৷ ১৬৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে তখন ধুঁকছে কিউইরা৷ এমতাবস্থায় দলের ত্রাণকর্তা হিসেবে হাজির হোন তিনি।
Job finished? I don’t think so. https://t.co/uBCLLUuf6B
— Jimmy Neesham (@JimmyNeesh) November 10, 2021
উইকেটে এসে থিতু হতে কোন সময়ই নেননি নিশাম। ইনিংসের ১৭তম ওভার করতে আসা ক্রিস জর্ডানের ওভারে ১৯ রান তুলে নিউজিল্যান্ডকে ম্যাচে ফেরান তিনি৷ ঠিক তার পরের ওভারে দ্বিতীয় বলে আদিল রশিদকে আঁচড়ে ফেলেন বাউন্ডারি লাইনের বাইরে৷ তবে, ইনিংসটা লম্বা করতে পারেননি নিশাম৷ ১১ বলে ঝড়ো ২৭ রান করে প্যাভিলিয়নে ফিরে যান তিনি৷ কিন্তু, নিশামের এই ক্ষুদ্র কিন্তু কার্যকরী ইনিংসে ভর করেই ম্যাচে ফিরে আসে নিউজিল্যান্ড৷ এবং শেষ পর্যন্ত সহজে ম্যাচ জিতে ২০১৯ একদিনের বিশ্বকাপ ফাইনালের হিসাব-নিকাশ মিলিয়ে নেয় তারা৷

নিউজিল্যান্ডের গুরুত্বপূর্ণ ম্যাচ জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেও ম্যাচ শেষে কোন বিশেষ উল্লাস করতে দেখা যায়নি নিশামকে৷ উল্টো প্রতিক্রিয়াহীন ভাবে তার ডাগ আউটে বসে থাকার একটি ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াগুলোতে৷ সেই ছবি নিজের টুইটার অ্যাকাউন্টে শেয়ার করেছেন জিমি নিশামও৷ মনে করিয়ে দিয়েছেন নিউজিল্যান্ডের আসল কাজ যে এখনো বাকি৷ টুইটারে নিশাম লিখেছেন – ‘কাজ শেষ? নাহ, আমার তো তা মনে হয় না!’
বিশ্বকাপের খেলা সরাসরি দেখতে ক্লিক করুন এখানে।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।