Scores

এখনই রিয়াদের টেস্ট ক্যারিয়ারের শেষ দেখছেন না ডমিঙ্গো

বাংলাদেশ দলের সাবেক টেস্ট অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদকে লঙ্গার ফরম্যাট নিয়ে সিদ্ধান্ত নিতে বলেছে বাংলাদেশ দলের হেড কোচ রাসেল ডমিঙ্গো। জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের আগে সংবাদ সম্মেলনে এই ইস্যুতে কথা বলেছেন ডমিঙ্গো।

টেস্টে বাদ পড়াটা ইতিবাচক হিসেবেই দেখছেন রিয়াদ। ছবিঃ এএফপি

বিগত কয়েক টেস্টেই সময়টা ভালো যাচ্ছিল না দলের অভিজ্ঞ ব্যাটসম্যান মাহমুদউল্লাহ। বড় কোন রানই পাচ্ছিলেন না তিনি। রানের না পাওয়ার পাশাপাশি পাকিস্তানের বিপক্ষে নাসিম শাহর হ্যাটট্রিক বলে আউট হওয়ার পর টেস্ট ক্রিকেটে তার খেলা নিয়ে প্রশ্ন উঠেছিল। তাই তো জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে একমাত্র টেস্টের দলে জায়গা হয়নি এই অভিজ্ঞ ব্যাটসম্যানের।

যদিও প্রধান নির্বাচক জানিয়েছেন কেবল ‘বিশ্রাম’ দেওয়া হয়েছে রিয়াদকে। তবে বাস্তবতা বলছে নিজেকে প্রমাণ করেই আবারো টেস্ট দলে ফিরতে হবে তাকে। এই ইস্যুতে কথা বলেছেন বাংলাদেশ দলের হেড কোচ রাসেল ডমিঙ্গো। সংবাদ সম্মেলনে জানিয়েছেন একজন অভিজ্ঞ ক্রিকেটার হওয়াতে ক্রিকেট থেকে কখন অবসর নিবেন সেই ক্ষমতাটুকু রয়েছে রিয়াদের।

Also Read - পাপনের সেই মন্তব্যের কথা জানেনই না মুমিনুল!


“আমার পক্ষে একজন ক্রিকেটারকে বলা সম্ভব না খেলা বন্ধ করে দেওয়া উচিত। একজন অভিজ্ঞ ক্রিকেটার হিসেবে তার সেই সিদ্ধান্ত নেওয়ায় অধিকার রয়েছে কখন সে অবসরে যাবে।”

তিনি আরও যোগ করেন, “তার টেস্ট ক্যারিয়ার এখানেই শেষ নয়।এই মুহূর্তে সে দলের বাইরে রয়েছে। তার ভবিষ্যৎ (টেস্ট ক্রিকেট) নিয়ে চিন্তা-ভাবনার ভার তার কাঁধেই তুলে দিয়েছি। কারণ সাদা বলের ক্রিকেটে দলের গুরুত্বপূর্ণ একজন সদস্য সে। সে বুঝতে পেরেছে দলে ফিরতে হলে তাকে লড়াই করেই ফিরতে হবে। সে বাংলাদেশ দলের জন্য অসাধারণ এক পারফর্মার। দলে টিকে থাকতে এবং দলে ফিরতে হলে কী কী করা লাগবে এইটা বুঝতে পারার জন্য সাধুবাদ জানাই। ব্যাপারটি বোঝার জন্য পুরো কৃতিত্ব তাকেই দিয়ে চাই।”

জাতীয় দলের হয়ে মোট ৪৯টি টেস্ট ম্যাচ খেলেছেন মাহমুদউল্লাহ। ৯৩ ইনিংসে ৩১.৪১ গড়ে করেছেন ২৭৬৪ রান।

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন
Tweet 20
fb-share-icon20

Related Articles

করোনা ইস্যুতে একাধিক পদক্ষেপ দুর্জয়ের

করোনা মোকাবেলায় এগিয়ে আসছেন নারী ক্রিকেটাররা

বাংলাদেশ যেখানে ভারত-অস্ট্রেলিয়ার চেয়েও এগিয়ে

ক্রিকেটারদের জন্য বিসিবির ‘হোম ফিটনেস প্রোগ্রাম’

শেষবারের মত মাকে দেখা হল না বাশারের