Scores

এখনও তরুণ স্টেইন, বয়স ২৩ বছর!

বয়স পেরিয়েছে ৩৫। গতি তারকা হিসেবে যে জৌলুস আর খ্যাতি ছিল সেটি অনেকটাই পড়তির দিকে। সম্প্রতি হয়ে যাওয়া আইপিএলের প্লেয়ার ড্রাফটেও দল পাননি। তবে যত যা-ই হোক, প্রোটিয়া ক্রিকেটার ডেল স্টেইন এখনও নিজেকে তরুণই মনে করেন!

এখনও তরুণ স্টেইন, বয়স ২৩ বছর!

স্টেইনের দাবি, নিজেকে ২৩ বছর বয়সী এক তরুণই মনে হয় তার।

অবশ্য ডানহাতি এই পেসারের চাহিদা কমে গেলেও পারফরম্যান্সে খুব একটা চিড় ধরেনি। এখনও তিনি দাপটের সাথে কাঁপন ধরান তার বল মোকাবেলা করা ব্যাটসম্যানের মনে। যদিও স্টেইনের ক্যারিয়ারের শেষ দেখে ফেলা নিন্দুকের সংখ্যাও কম নয়!

Also Read - নিন্দুকদের পাত্তাই দিচ্ছেন না কোহলি!


তাদের উদ্দেশ্যেই স্টেইনের উক্তি, এখনও নিজেকে ২৩ বছরের তরুণ ক্রিকেটার মনে করেন তিনি।

পেসার হিসেবে ক্যারিয়ারে কম চোট সামলাতে হয়নি। বেশি ভুগেছেন কাঁধের ইনজুরিতে, যা ক্যারিয়ার থেকে কেড়ে নিয়েছে প্রায় আড়াই বছর। সেই চোট সামলে ফিরে আসাটাও সহজ ছিল না। স্টেইন বলেন, অনেক মানুষই সেই ইনজুরির ভয়াবহতা বুঝতেই পারেনিইনজুরি কাঁধে হলেও সেটা অনেকটা হাত ভেঙে যাওয়ার মতোই ছিলোকারণ আমি আমার হাত উঠাতে পারতাম না, নড়াচড়া করতে পারতাম নাতবে একদিক থেকে তখন বিরতিটা পাওয়ায় ভালোই হয়েছিলো।’

নিজেকে তরুণ এবং ফিট মনে করেন জানিয়ে স্টেইন আরও বলেন, আমি আমার পরিবারের সাথে বেশ সময় পেয়েছিআমরা পেশাদার ক্রিকেটাররা খেলার কারণে এ সুযোগটা পাই না বললেই চলেআমি আমার কাছের মানুষদের সাথে সুসম্পর্ক স্থাপনে সক্ষম হয়েছিসবশেষে আমার মনে হয় আমি এখনো তরুণ এবং আন্তর্জাতিক ক্রিকেট খেলার ব্যাপারে এখনো উত্তেজিতআমি অনুভব করি আমার বয়স হয়তো ২৩।’

প্রসঙ্গত, দক্ষিণ আফ্রিকার হয়ে ৮৮টি টেস্ট খেলা এই পেসার বর্তমানে ৪২১টি উইকেট নিয়ে শন পোলোকের সাথে যৌথভাবে দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ উইকেট-শিকারি বোলার। বুধবার পাকিস্তানের বিপক্ষে শুরু হতে যাওয়া বক্সিং ডে টেস্টে একটি উইকেট পেলেই এককভাবে তিনি বন যাবেন দেশের সর্বোচ্চ উইকেট-শিকারি।

আরও পড়ুন: তাইজুলের স্পিনে কোণঠাসা সেন্ট্রাল জোন

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন
Tweet 20
fb-share-icon20

Related Articles

নতুন নতুন টুর্নামেন্ট আয়োজনের ভাবনা আইসিসির

অল্পের জন্য প্রাণে বাঁচলেন থমাস

অধিনায়কত্ব ছেড়ে দলে ফিরলেন ডু প্লেসিস

দুর্দান্ত জয়ের দিনে জরিমানা দিল ইংল্যান্ড

দক্ষিণ আফ্রিকার দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন ডু প্লেসিস