Scores

এখনও নাসিরের ব্যাপারে সিদ্ধান্ত নেয়নি বোর্ড

ইনজুরি আক্রান্ত নাসির হোসেনের চোট সারাতে অস্ত্রোপচার লাগছে- এটি পুরনো খবর। জাতীয় পর্যায়ের এই ক্রিকেটারের অস্ত্রোপচার করার জন্য পাড়ি জমাতে হবে বিদেশে। সেক্ষেত্রে যাবতীয় খরচ বহন করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

তবে নাসিরের ব্যাপারে এখনও বোর্ড কোনো সিদ্ধান্ত নেয়নি। অস্ত্রোপচারের জন্য নাসির কবে যাবেন, সেই ব্যাপারে আলোচনা হয়নি সর্বশেষ বোর্ড সভাতেও।

Also Read - রুবেল হোসেনের জন্ডিসের শঙ্কা


তবে তার অন্যতম বড় কারণ খোদ নাসিরের মতো ইনজুরি আক্রান্ত ক্রিকেটারদের জনপ্রিয় চিকিৎসক ডেভিড ইয়াংয়ের ইনজুরি! গত কিছুদিন আগে এই চিকিৎসক নিজেই সম্মুখীন হয়েছিলেন এক অস্ত্রোপচারের।

নাসিরের ব্যাপারে বোর্ডের সিদ্ধান্ত নেওয়া-না নেওয়া প্রসঙ্গে বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, ‘আমি বিসিবির সিইওর সঙ্গে কথা বলেছি। এখনো নাসিরের অস্ট্রেলিয়াতে পাঠানোর বিষয়ে বোর্ড সিদ্ধান্ত নেয়নি। এমনকি বোর্ডে তার বিষয়ে কোনো আলোচনাও হয়নি। তবে মনে হচ্ছে এ বিষয়ে আলাদা করেই সিদ্ধান্ত নেয়া হবে। আর অস্ট্রেলিয়াতে নাসিরকে যে চিকিৎসক ডেভিড ইয়াংয়ের কাছে পাঠাবো তার কাছ থেকে কোনো সময় পাইনি। জানা গেছে, তার নিজেরই ব্যাক ইনজুরির কারণে অপারেশন হয়েছে। তাই তিনি অনেক দিন থেকেই রোগী দেখতে পারছেন না।’

ডিপিএল শেষে সিরাজগঞ্জে ছুটি কাটাতে গিয়েছিলেন নাসির। সেখানেই পান ইনজুরির সংবাদ। সিরাজগঞ্জ থেকে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকায় ফিরেই নিজের হাঁটুর অবস্থা দেখাতে যান বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরীর কাছে। তার পরামর্শে অ্যাপোলো হাসপাতালে নেওয়া হয় নাসিরকে। এরপর এমআরআই রিপোর্টে দেখা যায়, পায়ের লিগামেন্ট ছিঁড়ে গেছে নাসিরের। দেবাশীষ তখনই জানান, সুস্থ হয়ে উঠতে নাসিরের অস্ত্রোপচারের কোনো বিকল্প নেই।

ডান হাঁটুর এই ইনজুরির কারণে ছিটকে গিয়েছেন বিসিএল থেকেও। ডিপিএল শেষে আমন্ত্রণে সিরাজগঞ্জ গিয়েছিলেন নাসির হোসেন। সেখানে ফুটবল খেলতে গিয়ে ডান হাঁটুতে চোট পান তিনি। যার ফলে লিগামেন্টই ছিড়ে যায় এই অভিজ্ঞ অলরাউন্ডারের। সোমবার স্কচে ভর দিয়ে বিসিবি ভবনে আসেন নাসির।

আরও পড়ুনঃ চুক্তিতে থাকা-না থাকা দুই বিষয়ের ভিত্তিতে

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

ভারতের বিপক্ষে খেলবেন তো সাইফউদ্দিন?

এ সপ্তাহেই ইংল্যান্ড যাচ্ছেন সাইফউদ্দিন

সাইফউদ্দিনের একই চোট ৯ বছর ধরে!

আগস্টের শেষদিকে বল হাতে নেবেন সাইফউদ্দিন

মাশরাফির চোট নিয়ে সতর্ক অবস্থানে বোর্ড