SCORE

এখনো নিশ্চিত হয়নি প্রস্তুতি ম্যাচের ভেন্যু!

 

Still uncertainty over warm-up match venue

দুই টেস্টের সিরিজ খেলতে বাংলাদেশে ইতিমধ্যে এসে গেছে টিম অস্ট্রেলিয়া। টেস্টের আগে ২২-২৩ আগস্ট অনুশীলন ম্যাচ খেলার কথা আছে অজিদের। কিন্তু এখনো নিশ্চিত হয় নি সেই ম্যাচের ভেন্যু।

Also Read - প্রত্যাবর্তন ঘটছে নাসির-শফিউলের!

যদিও অস্ট্রেলিয়ার পরিদর্শকদের সাথে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কয়েক দফা আলোচনা করেছে। তবে শুক্রবার (১৮ আগস্ট) পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারে নি দুই পক্ষ।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী অবশ্য জানিয়েছেন অতি শীঘ্রই এর সুরাহা হবে। শুক্রবার তিনি সাংবাদিকদের বলেন, “আমরা আর বেশি সময় নিবো না। আশাকরি কালকের (শনিবার) মধ্যেও চূড়ান্ত সিদ্ধান্ত নিবো।”

প্রথমে এই দুই দিনের অনুশীলন ম্যাচটি হবার কথা ছিল ফতুল্লা’র খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে। কিন্তু মাঠের অনেক অংশে পানি জমে থাকায় তা আর হচ্ছে না। এরপর বিসিবি অস্ট্রেলিয়াকে বিকেএসপি’তে খেলার প্রস্তাব দেয় কিন্তু যাতায়াতে বেশি সময় লাগবে বিধায় অজিরা এতে রাজি হয় না।
তবে বুধবার মোহাম্মদ বেড়িবাঁধের রামচন্দ্রপুড়ে অবস্থিত ইউল্যাবের স্থায়ী ক্যাম্পাসে মাঠ পরিদর্শনে যায় ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রতিনিধি দল। মাঠ পরিদর্শনের সময় প্রতিনিধি দলের সদস্যদের চোখেমুখে ছিল সন্তুষ্টি। তবে এরপরেও নিশ্চিত হয় নি ভেন্যু। কেননা ইউল্যাবের মাঠে ড্রেসিং রুম না থাকাটা ছিল বড় সমস্যা।

আজ আবার বিকেএসপি ভ্রমণে যাবে বিসিবির কর্মকর্তারা। আর ১ ঘন্টার মধ্যে এই ভেন্যুতে অস্ট্রেলিয়া দলকে পৌঁছানো সম্ভব বলে জানিয়েছে বিসিবি। সবকিছু ঠিক থাকলে বিকেএসপিতেই হতে পারে অস্ট্রেলিয়ার এই প্রস্তুতি ম্যাচ।

 

 

Related Articles

টেস্ট নয়, অস্ট্রেলিয়া সফরে সীমিত ওভারের ম্যাচ

বাংলাদেশের বিপক্ষে সিরিজ আয়োজনে অনীহা ক্রিকেট অস্ট্রেলিয়ার

বাশারের স্মৃতি রোমন্থন

অস্ট্রেলিয়াকে হারাতে তামিমের ফর্মূলা

পানির দুর্গন্ধের কারণেই হচ্ছে না অনুশীলন ম্যাচ!