Scores

র‍্যাঙ্কিংয়ে এগিয়েছেন সাকিব

আইসিসি টেস্ট র‍্যাংকিং হালনাগাদ করা হয়েছে। সর্বশেষ হালনাগাদকৃত র‍্যাংকিংয়ে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে বলার মত উত্থান হয়েছে অধিনায়ক সাকিব আল হাসানের। বোলারদের র‍্যাংকিংয়ে ১ ধাপ এগিয়েছেন তিনি।

এগিয়েছেন সাকিব

হালনাগাদের আগে বোলারদের মধ্যে সাকিবের অবস্থান ছিল ২১তম। ১ ধাপ এগিয়ে বর্তমানে তিনি রয়েছেন ২০তম অবস্থানে। বর্তমানে তার রেটিং পয়েন্ট ৬৩৩।

Also Read - নতুন বিশ্বকাপের প্রথম আয়োজক বাংলাদেশ


ব্যাটসম্যানদের র‍্যাংকিংয়ে তামিম ইকবাল বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছেন। যদিও তার অবস্থানের পরিবর্তন ঘটেনি, এখনো আছেন ২৩তম স্থানে।

অলরাউন্ডারদের মধ্যে সাকিব এখনো তিনে, তার সাথে ব্যবধান বাড়িয়েছেন দুইয়ে থাকা ভারতের রবীন্দ্র জাদেজা। এই ক্যাটাগরিতে শীর্ষে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার। সাকিবের পর থাকা ইংল্যান্ডের বেন স্টোকস রবিচন্দ্রন অশ্বিনের অবস্থান অপরিবর্তিত।

বোলারদের মধ্যে শীর্ষে রয়েছেন অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স। কাগিসো রাবাদা ও জাসপ্রিত বুমরাহও যথারীতি দ্বিতীয় ও তৃতীয় স্থান ধরে রেখেছেন। চতুর্থ স্থানে আছেন জেসন হোল্ডার, তার পরের সাথে উঠে এসেছেন ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসন।

ব্যাটসম্যানদের মধ্যে স্টিভ স্মিথই রয়েছেন শীর্ষে। তবে অস্ট্রেলীয় ব্যাটসম্যানের কাঁধে নিঃশ্বাস ফেলছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। দুজনের রেটিং ব্যবধান মাত্র ১! এছাড়া কেন উইলিয়ামসন, চেতেশ্বর পূজারা ও হেনরি নিকোলস আছেন শীর্ষ পাঁচে (ক্রমানুযায়ী)।

একনজরে আইসিসি টেস্ট খেলোয়াড়দের র‍্যাংকিংয়ের শীর্ষ পাঁচ

ব্যাটসম্যান

অবস্থাননামদলরেটিং
১মস্টিভ স্মিথঅস্ট্রেলিয়া৯৩৭
২য়বিরাট কোহলিভারত৯৩৬
৩য়কেন উইলিয়ামসননিউজিল্যান্ড৮৭৮
৪র্থচেতেশ্বর পূজারাভারত৮১৭
৫মহেনরি নিকোলসনিউজিল্যান্ড৭৪৯

 

বোলার

অবস্থাননামদলরেটিং
১মপ্যাট কামিন্সঅস্ট্রেলিয়া৯০৮
২য়কাগিসো রাবাদাদক্ষিণ আফ্রিকা৮৩৫
৩য়জাসপ্রিত বুমরাহভারত৮১৮
৪র্থজেসন হোল্ডারওয়েস্ট ইন্ডিজ৮১৪
৫মজেমস অ্যান্ডারসনইংল্যান্ড৭৯৮

 

অলরাউন্ডার

অবস্থাননামদলরেটিং
১মজেসন হোল্ডারওয়েস্ট ইন্ডিজ৪৭২
২য়রবীন্দ্র জাদেজাভারত৪১৪
৩য়সাকিব আল হাসানবাংলাদেশ৩৯৭
৪র্থবেন স্টোকসইংল্যান্ড৩৮৭
৫মরবিচন্দ্রন অশ্বিনভারত৩২৮

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন
Tweet 20
fb-share-icon20

Related Articles

টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে রোহিত-বুমরাহদের উন্নতি

বাংলাদেশিদের মধ্যে শীর্ষে রিয়াদ-মুস্তাফিজ

টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে কোহলি-মরগানের উন্নতি

আইসিসি র‍্যাংকিং ভনের চোখে ‘আবর্জনা’!

এবার আফগানদের দিকে তাকিয়ে বাংলাদেশ