SCORE

সর্বশেষ

এগিয়ে আনা হয়েছে প্লে-অফের ম্যাচের সময়

ফ্র্যাঞ্চাইজিভিত্তিক সবচেয়ে জনপ্রিয় ভারতের আইপিএলের এগারোতম আসরে এগিয়ে আনা হয়েছে ফাইনাল এবং প্লে-অফের ম্যাচের সময়। সাধারণত ম্যাচ শুরু হয় বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় এবং শেষ হয় রাত সাড়ে এগারোটায়। মাঝেমধ্যে ১২টাও বাজে। এতে করে সমস্যার সম্মুখীন হতে হয় দূরের দর্শকদের। বিশেষ করে যারা ছাত্র এবং চাকরিজীবী।

এগিয়ে আনা হয়েছে প্লে-অফের ম্যাচের সময়

রাত ১২টায় ম্যাচ শেষ হলে যারা দূর থেকে এসেছেন তাঁদের পড়তে হয় নানা সমস্যায়। দর্শকদের কথা মাথায় রেখেই আইপিএলের সময় পরিবর্তন করেছে কর্তৃপক্ষ। নতুন সময় অনুযায়ী প্লে-অফের ম্যাচ শুরু হবে সন্ধ্যা সাড়ে সাতটায়। বিষয়টি নিশ্চিত করেছেন আইপিএল চেয়ারম্যান রাজিব শুকলা। তিনি জানান, দর্শকদের জন্যই এতদুর আসতে পেরেছে আইপিএল।

Also Read - আশরাফুলের টাকা এখনো পরিশোধ করেনি কলাবাগান

‘এই যে আইপিএল চলছে শুধুমাত্র সমর্থকদের জন্যই। এতটা বছর যারা স্টেডিয়াম ও টেলিভিশনের সামনে বসে খেলা দেখেছেন তাদের জন্যই এখনও এই খেলা চলছে। তাই তাদের সমস্যা দূর করতে ও আগ্রহ ধরে রাখতেই আইপিএল কমিটি ঠিক করেছে প্লে-অফ ও ফাইনাল ম্যাচগুলো ৮টার (বাংলাদেশ সময় সাড়ে ৮টা) পরিবর্তে ৭টায় শুরু হবে।’

তিনি আরও যোগ করেন, ‘ম্যাচ দেরি করে শেষ হওয়াতে শুধু যারা মাঠে বসে ম্যাচ দেখে তাঁদের সমস্যার সম্মুখীন পড়তে হচ্ছে না এমনকি ঘরে বসে যারা টিভি সেটে বসে ম্যাচ দেখেন তারাও এটার সম্মুখীন হচ্ছে। বিশেষ করে যারা ছাত্র/ছাত্রি এবং অফিস কর্মী রয়েছেন।’

তবে এর আগে আইপিএলের ম্যাচের সময়তে পরিবর্তন আনাতে আপত্তি জানিয়েছেন বিসিসিআইয়ের কোষাধ্যক্ষ অনিরুদ্ধ চৌধুরী। বিসিসিআইয়ের পরিচালক প্রধান বিনোদ রায়কে এক মেইল বার্তায় তিনি জানান, আইপিএলের সব গভর্নিং সদস্যদের না জানিয়ে একাই এই সিদ্ধান্ত নিয়েছেন আইপিএল চেয়ারম্যান রাজিব।

মাত্র এক সপ্তাহ পরেই আরম্ভ হবে আইপিএলের প্লে-অফ পর্ব। ইতোমধ্যে এই পর্বে দুই দল, সানরাইজার্স হায়দরাবাদ এবং চেন্নাই সুপার কিংস কোয়ালিফাই করেছে। মুম্বাইয়ে অনুষ্ঠিত হবে প্রথম কোয়ালিফায়ার। ফাইনাল হবে আগামী ২৭ মে।

আরও পড়ুনঃ আশরাফুলের টাকা এখনো পরিশোধ করেনি কলাবাগান

Related Articles

আইপিএলে জুয়ার সঙ্গে জড়িত আরবাজ খান!

প্রেসিডেন্টের পরেই স্থান রশিদের!

‘টি-টোয়েন্টি হটাও, টেস্টে মনোযোগ দাও’

পারফরম্যান্স বিবেচনায় সাকিবের মূল্য প্রায় ৯ কোটি!

“আরেক ওভার করলে তো ম্যাচ ওখানেই শেষ!”