██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.

এনসিএলে নাঈম-সাদমানের রেকর্ডগড়া ডাবল সেঞ্চুরি

ইমরুল পেয়েছেন সেঞ্চুরির দেখা, অপেক্ষায় আছেন সোহান।

এনসিএলে নাঈম-সাদমানের রেকর্ডগড়া ডাবল সেঞ্চুরি

এনসিএলে নাঈম-সাদমানের রেকর্ডগড়া ডাবল সেঞ্চুরি

রাইসান কবির

রাইসান কবিরক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত হয়েছে - 2023-11-03T21:43:05+06:00

আপডেট হয়েছে - 2023-11-03T21:43:05+06:00

জাতীয় লিগে প্রথম দিনেই সেঞ্চুরি হাঁকিয়ে বড় কিছুর আভাস দিয়ে রেখেছিলেন নাঈম ইসলাম এবং সাদমান ইসলাম। এবার সেই সেঞ্চুরিকে ডাবল সেঞ্চুরিতে পরিণত করেছেন দুজন। সেই সাথে গড়েছেন একগাদা রেকর্ড।[এখানে কুইজ খেলে জিতে নিন মোবাইল]              

সাদমান করেছেন ২৫০। ফাইল ছবি 

জাতীয় লিগের চতুর্থ রাউন্ডের দ্বিতীয় দিনের খেলায় সবচেয়ে বড় খবর নাঈম-সাদমানের ডাবল সেঞ্চুরি। কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ২ উইকেটে ৩৫৯ রান নিয়ে দিনের খেলা শুরু করেন ঢাকা মেট্রো নাঈম এবং সাদমান। দ্বিতীয় দিনেও দারুণ ব্যাটিং করেছেন দুজন। তাদের সাবলীল ব্যাটিংয়ে ফুলেফেঁপে উঠতে থাকে মেট্রোর স্কোরবোর্ড।

তৃতীয় উইকেটে নাঈম এবং সাদমান মিলে যোগ করেছেন ৪৩৪ রান। বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেটে যেকোনো উইকেটে এটি দ্বিতীয় সর্বোচ্চ জুটির রেকর্ড। শেষমেশ ২৫০ রানের ইনিংস খেলে আউট হন সাদমান। নাঈম আউট হয়েছেন ২২১ রানের ইনিংস খেলে। দুজনেই খেলেছেন নিজেদের ক্যারিয়ারসেরা ইনিংস। এমন অনবদ্য ব্যাটিং পারফরম্যান্সের সুবাদে প্রথম ইনিংসে ৫ উইকেট হারিয়ে ৬০১ রান তুলে ইনিংস ঘোষণা করেছে ঢাকা মেট্রো। সিলেটের হয়ে ৩ উইকেট শিকার করেন নাবিল সামাদ।


জবাব দিতে নেমে বিনা উইকেটে ১০১ রান তুলে দিনের খেলা শেষ করেছে সিলেট বিভাগ। ক্রিজে টিকে থাকা দুই ওপেনারের মধ্যে তৌফিক খান তুষার ফিফটি তুলে ফেলেছেন। ৪২ রানে অপরাজিত থাকা জাকির হাসান অপেক্ষায় আছেন ফিফটির।


রাজশাহীর শহীদ এ এইচ এম কামারুজ্জামান স্টেডিয়ামে ঢাকা বিভাগের বিশাল লিডের নিচে চাপা পড়েছে রংপুর বিভাগ। ২ উইকেটে ৪৭ রান নিয়ে দিনের খেলা শুরু করে ঢাকা। শুরুর দিকের ব্যাটাররা বেশিরভাগ ব্যর্থ হলেও ৯৩ রানের ঝলমলে একটি ইনিংস খেলেছেন নাদিফ চৌধুরী। এছাড়া ফিফটি হাঁকিয়ে ৫৭ রানের ইনিংস খেলেছেন সুমন খান। প্রথম ইনিংসে ৩২১ রান তুলে অলআউট হয়েছে ঢাকা। রংপুরের হয়ে ৪ উইকেট নেন আবদুল গাফফার সাকলাইন। ১৬৩ রানের বিশাল লিড নেয় ঢাকা।


দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ২০ রান তুলতেই ১ উইকেট হারিয়েছে রংপুর বিভাগ। এখনও ঢাকার চেয়ে ১৪৩ রানে পিছিয়ে আছে তারা।

 

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে লিডের অপেক্ষায় আছে চট্টগ্রাম বিভাগ। ৮ উইকেটে ২৯১ রান নিয়ে দিনের খেলা শুরু করা চট্টগ্রাম করতে পেরেছে ২৯৮ রান। বরিশালের হয়ে ৪ উইকেট শিকার করেন কামরুল ইসলাম রাব্বি।

 নাঈমও পেয়েছেন ডাবলের দেখা। ফাইল ছবি

জবাব দিতে নেমে ৯ উইকেট হারিয়ে ১৯৬ রান তুলে দিনের খেলা শেষ করেছে বরিশাল বিভাগ। ক্রিজে শেষ ভরসা হিসেবে টিকে আছেন অধিনায়ক ফজলে মাহমুদ রাব্বি। ফিফটি হাঁকিয়ে ১৩৮ বলে ৫৪ রান করে অপরাজিত আছেন তিনি।

 

চট্টগ্রামের হয়ে ৩টি করে উইকেট শিকার করেন ফাহাদ হুসাইন এবং নাঈম হাসান। এখনও চট্টগ্রামের চেয়ে ১০২ রানে পিছিয়ে আছে বরিশাল।


সিলেটের একাডেমি মাঠে লিডের পাহাড় গড়ছে খুলনা বিভাগ। প্রথম দিনে ১৮৫ রানে অলআউট হয় রাজশাহী বিভাগ। জবাবে বিনা উইকেটে ১০৪ রান তুলে দিনের খেলা শেষ করে খুলনা। দ্বিতীয় দিনেও বেশ দায়িত্বশীল ব্যাটিং করেছেন খুলনার ব্যাটাররা। সেঞ্চুরি হাঁকিয়ে ১১৫ রানের ঝলমলে ইনিংস খেলেছেন ইমরুল কায়েস। এছাড়া ৮৬ রান করেছেন সৌম্য সরকার। ১৩১ বলে ৯৩ রানের ইনিংস খেলে ক্রিজে টিকে আছেন নুরুল হাসান সোহান। অপেক্ষায় আছেন সেঞ্চুরির। দ্বিতীয় দিনের খেলা শেষে ৭ উইকেট হারিয়ে ৪২৫ রান তুলেছে খুলনা। লিড এখন ২৪০ রানের।


রাজশাহীর হয়ে ৩ উইকেট শিকার করেন তাইজুল ইসলাম


একনজরে সংক্ষিপ্ত স্কোর :

 

ভেন্যু : কক্সবাজার

 

ঢাকা মেট্রো ১ম ইনিংস: (আগের দিন ৩৫৯/২) ১৪৫.৩ ওভারে  ৬০১/৫ ডিক্লে. (সাদমান ২৫০, নাঈম ২২১, আবু হায়দার ৭, আল আমিন ১১*, বিপ্লব ৯*; আবু জায়েদ ২৫-৫-১০৩-১, জয়নুল ১৬-১-৭০-০, শাহানুর ২৩-২-১০১-০, খালেদ ২৩-২-১২৫-১, নাবিল ৩৯.৩-৫-১১৫-৩, গালিব ৭-২-২৪-০)

 

সিলেট বিভাগ ১ম ইনিংস: ২০ ওভারে ১০১/০ (তাউফিক ৫২*, জাকির ৪২*; শহিদুল ৫-০-১৫-০, আবু হায়দার ৬-১-২৩-০, আরিফ ৫-০-২৪-০, ইফতেখার ২-১-১২-০)


ভেন্যু : রাজশাহী

 

রংপুর বিভাগ ১ম ইনিংস: ১৫৮

 

ঢাকা বিভাগ ১ম ইনিংস: (আগের দিন ৪৭/২) ৯৫.৩ ওভারে ৩২১ (মজিদ ৩১, তাইবুর ১৪, মাহিদুল ২৫, শুভাগত ৩, নাদিফ ৯৩, নাজমুল অপু ৩৫, সুমন ৫৭, এনামুল ৩২, শাকিল ৪*; গালিব ২১-৪-৫৪-১, নিহাদুজ্জামান ২৬.৩-৮-৫৮-৩, সাকলাইন ২১-৫-৬১-৪, আরিফুল ১৬-১-৭৭-১, নবিন ২-০-৮-০, রিশাদ ৮-০-৪৭-১)

 

রংপুর বিভাগ ২য় ইনিংস: ৬ ওভারে ২০/১ (মারুফ ২, মাইশুকুর ১০*, অনিক ৮*; শাকিল ৩-১-১০-১, সুমন ২-০-৬-০, নাজমুল অপু ১-০-৪-০)

 

ভেন্যু : সিলেট (আন্তর্জাতিক)

 

চট্টগ্রাম বিভাগ ১ম ইনিংস: (আগের দিন ২৯১/৮) ৮৯.৩ ওভারে ২৯৮ (ফাহাদ ৫, ইয়াসিন ১৯*, ইফরান ১; রাব্বি ২১-৪-৫২-৪, রুয়েল ১৪-০-৬৩-৩, মইন ১০.৩-১-৩৮-০, সোহাগ ১০.৩-০-৪১-০, তানভির ১৭.৩-১-৫৪-২, সালমান ৭-১-২১-১, মইনুল ৯-২-১৮-০)

 

বরিশাল বিভাগ ১ম ইনিংস: ৭৫ ওভারে ১৯৬/৯ (ইফতেখার ৩২, মইনুল ১২, শাহরিয়ার ১০, সালমান ৪, শামসুল ০, মইন ৩৯, সোহাগ ৮, ফজলে মাহমুদ ৫৪*, রাব্বি ১৪, রুয়েল ২; ফাহাদ ১৫-২-৪০-৩, সৈকত ৩-০-২৫-০, ইফরান ১৬-৩-৫০-২, ইয়াসিন ১৩-৩-৩২-১, নাঈম ২২-৯-৩১-৩, মহিদুল ৬-২-৬-০)

 

ভেন্যু : সিলেট (একাডেমি)

 

রাজশাহী বিভাগ ১ম ইনিংস: ১৮৫

 

খুলনা বিভাগ ১ম ইনিংস: (আগের দিন ১০৪/০) ১১৮ ওভারে ৪২৫/৭ (এনামুল ৭৩, ইমরুল ১১৫, সৌম্য ৮৬, মিঠুন ৪, আফিফ ০, সোহান ৯৩*, নাহিদুল ১, জিয়াউর ২৬, টিপু ১৬*; শফিকুল ২২-২-৮৬-০, মোহর ১৯-৩-৭৪-১, সানজামুল ২১-৪-৭৯-২, সাব্বির হোসেন ৮-১-৪৩-১, তাইজুল ৩৩-৮-১০১-৩, শাহাদাত ১৫-১-৩৫-০)


বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি। বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

একটি মন্তব্য করতেলগইনঅথবা

More

                ██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.