এনসিএলে বোলারদের দিন, এক দিনে পড়লো ৪৭ উইকেট!
চলমান বাংলাদেশ জাতীয় লিগের (এনসিএল) চতুর্থ রাউন্ডের প্রথম দিনে স্বপ্নের মত দিন কাটিয়েছেন বোলাররা। এক দিনে চার ম্যাচ মিলিয়ে মোট ৪৭টি উইকেট পড়েছে।

এনসিএলে বোলারদের দিন, এক দিনে পড়লো ৪৭ উইকেট!
রাইসান কবিরক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2022-10-31T20:54:44+06:00
আপডেট হয়েছে - 2022-10-31T20:54:44+06:00
খেলার সারসংক্ষেপ
চলমান বাংলাদেশ জাতীয় লিগের (এনসিএল) চতুর্থ রাউন্ডের প্রথম দিনে স্বপ্নের মত দিন কাটিয়েছেন বোলাররা। এক দিনে চার ম্যাচ মিলিয়ে মোট ৪৭টি উইকেট পড়েছে।
এনসিএলে স্বপ্নের মত এক দিন কাটিয়েছেন বোলাররা। ফাইল ছবি
বিকেএসপিতে টসে জিতে খুলনা বিভাগকে ব্যাটিংয়ে পাঠায় ঢাকা মেট্রো। ব্যাটিংয়ে নেমে যেন কার আগে কে ড্রেসিংরুমে ফিরে যাবেন সেই প্রতিযোগিতায় নেমে গিয়েছিলেন খুলনার ব্যাটাররা। পুরো লাইনআপের কেবল দুইজন ছুঁতে পেরেছে দুই অঙ্কের কোটা। ১৫ রান করেছেন ওপেনার রবিউল ইসলাম রবি এবং ১৭ করে আউট হয়েছেন জিয়াউর রহমান।
ঢাকা মেট্রোর হয়ে বল হাতে আগুন ঝড়িয়েছেন একেএস স্বাধীন। মাত্র ১২ রানেই ৪ উইকেট নিয়েছেন এই পেসার। এছাড়া ২টি করে উইকেট নিয়েছে কাজি অনিক ইসলাম, রাকিবুল হাসান এবং মোহাম্মদ শরীফুল্লাহ।
জবাব দিতে নেমে খুব বেশি সুবিধা করতে পারেনি ঢাকা মেট্রোও। ৪ জন্য ব্যাটার মাত্র ছুঁয়েছেন দুই অঙ্কের কোটা। সবচেয়ে বেশি রান করেছেন অধিনায়ক মার্শাল আইয়ুব। ৪২ বলে ৩০ রানের দারুণ এক ইনিংস খেলেন মার্শাল। শেষদিকে নেমে দলের হাল ধরেন বল হাতে আলো ছড়ানো শরিফুল্লাহ এবং অনিক। যথাক্রমে ২৮ এবং ২০ রান করেন এই দুজন। ১১৮ রানে অলআউট হয়ে যায় ঢাকা মেট্রো।
খুলনার হয়ে ৫ উইকেট নেন স্পিনার শেখ মেহেদি হাসান। এছাড়া ২টি করে উইকেট নিয়েছেন মোহাম্মাদ আশিকুর জামান এবং জিয়াউর রহমান। ১ উইকেট নিয়েছেন আবদুল হালিম।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেও দিশেহারা খুলনা। মাত্র ৮ রান তুলতে তুলতেই ৩ উইকেট হারিয়ে ফেলেছে তারা। ঢাকা মেট্রোর হয়ে ২ উইকেট নিয়েছেন আবু হায়দার রনি।
উইকেটের বন্যা দেখা দিনের আরেক ম্যাচ আয়োজিত হয়েছিল বগুড়ায়। টসে জিতে ঢাকা বিভাগকে ব্যাটিংয়ে পাঠায় রংপুর বিভাগ। ব্যাটিংয়ে নেমে দ্রুত উইকেট হারাতে থাকে ঢাকা। একের পর এক উইকেট হারিয়ে মাত্র ৮৪ রানেই গুটিয়ে যায় তারা। ১০ রানের কোটা পার করতে পেরেছেন কেবল অধিনায়ক তাইবুর রহমান এবং অলরাউন্ডার শুভাগত হোম চৌধুরী। ১৫ করেছেন তাইবুর এবং দলীয় সর্বোচ্চ ২৮ করেছেন শুভাগত।
রংপুরের হয়ে অগ্নিঝড়া বোলিং করেছেন মোহাম্মদ সোহেল। মাত্র ২৫ রান দিয়ে ৫ উইকেট শিকার করেছেন তিনি। এছাড়া আবদুল্লাহ আল মামুন নিয়েছেন ২ উইকেট, আরিফুল হকের শিকার ৩ উইকেট।
এনসিএলে সেঞ্চুরির দেখা পেলেন জুনায়েদ সিদ্দিকী। ফাইল ছবি
জবাব দিতে নেমে নিজেরাও দিশেহারা হয়ে পড়ে রংপুর বিভাগও। নাসির হোসেনের ১৪, আরিফুলের ১৯ এবং রবিউল হকের অপরাজিত ১৬ রানের ইনিংস বাদে বলার মত কিছু করতে পারেননি অন্য কেউই। এক অঙ্কের ঘরে আউট হয়েছেন বাদবাকি সবাই। উইকেট হারানোর মিছিলে নেমে মাত্র ৭৩ রানেই গুটিয়ে গেছে রংপুর।
ঢাকার হয়ে ৫ উইকেট নিয়েছেন পেসার সুমন খান। এছাড়া ৩ উইকেট নিয়েছেন সালাউদ্দিন শাকিল। ১টি করে উইকেট নিয়েছেন মোহাম্মদ হোসাইন আলি এবং তাইবুর।
তবে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে দারুণ দৃঢ়তা দেখাচ্ছে ঢাকা। ৮৮ রান তুলে ফেলেছে কোনো উইকেট না হারিয়েই। ফিফটি করে ৫৪ রানে অপরাজিত আছেন মাহিদুল ইসলাম অঙ্কন। অন্যদিকে ৩৩ রানে অপরাজিত আছেন আরেক ওপেনার আব্দুল মজিদ।
দিনের একমাত্র উইকেট না পড়া ম্যাচ ছিল খুলনায়। টসে জিতে রাজশাহীকে ব্যাটিংয়ে পাঠায় বরিশাল। এরপর ব্যাটিংয়ে নেমে অসাধারণ খেলতে থাকে রাজশাহী। কোনো উইকেট না হারিয়ে ২৪২ রান তুলে ফেলেছে তারা। শতকের দেখা পেয়েছেন দুই ওপেনারই। ১২৭ রানে অপরাজিত আছেন ওপেনার জহুরুল ইসলাম। অন্য ওপেনার জুনায়েদ সিদ্দিকী অপরাজিত আছেন ১০৯ রান করে।
শতকের দেখা পেয়েছেন জহুরুল ইসলামও। ফাইল ছবি
ব্যাটারদের দাপট দেখা যাওয়া আরেক ম্যাচ ছিল সিলেটে। চট্টগ্রামের বিপক্ষে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় সিলেট। দিনের খেলা শেষে ৪ উইকেট হারিয়ে ৩৫১ রানের বিশাল সংগ্রহ দাঁড় করিয়ে ফেলেছে সিলেট। শতকের দেখা পেয়েছেন অধিনায়ক জাকির হাসান। ১৩২ রানে অপরাজিত আছেন তিনি। ৪৬ রান করে অপরাজিত আছেন আসাদুল্লাহ আল গালিব। ফিফটির দেখা পেয়েছেন ওপেনার তৌফিক খান তুষার। ৬৩ বলে ৬৮ রান করেছেন তুষার।
চট্টগ্রামের হয়ে ২ উইকেট শিকার করেছেন স্পিনার হাসান মুরাদ। এছাড়া ১টি করে উইকেট নিয়েছেন নোমান চৌধুরী এবং রনি চৌধুরী।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।