
এনসিএলে ‘৭’ ছক্কা হাঁকিয়ে মিঠুনের সেঞ্চুরি
রাইসান কবিরক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2024-11-12T22:10:36+06:00
আপডেট হয়েছে - 2024-11-12T22:10:36+06:00
জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) চতুর্থ রাউন্ডের চতুর্থ দিনের খেলায় ৭ ছক্কায় সেঞ্চুরি হাঁকিয়েছেন মোহাম্মদ মিঠুন। এছাড়া বল হাতে ৬ উইকেট শিকার করেছেন মোহাম্মদ এনামুল হক। সিলেট বিভাগ-খুলনা বিভাগ এবং ঢাকা বিভাগ-ঢাকা মেট্রোর মধ্যকার দুই ম্যাচ হয়েছে ড্র। [গুগল নিউজেবিডিক্রিকটাইম ফলো করুন]
আগ্রাসী ব্যাটিংয়ে মিঠুনের সেঞ্চুরি।
কক্সবাজারের একাডেমী মাঠে ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছিল খুলনা। দলের হয়ে ফিফটি হাঁকিয়েছেন ওপেনার এনামুল হক বিজয়। ১০১ বলে ৫৪ রানের ইনিংস খেলেন তিনি। এছাড়া তিনে নেমে ১৬২ বলে ৭১ রানের ইনিংস খেলেন ইমরুল কায়েস। দারুণ আগ্রাসী মেজাজে ব্যাট চালিয়েছেন মোহাম্মদ মিঠুন। ৭ ছক্কা এবং ৭ চারে ১০৮ বলে ১০২ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে অপরাজিত ছিলেন মিঠুন। এছাড়া ৬০ বলে ৫০ রান করে দলীয় অধিনায়ক নুরুল হাসান সোহান অপরাজিত ছিলেন। দ্বিতীয় ইনিংসে খুলনা ৩ উইকেটে ২৯৬ রান তোলার পর দিনের খেলা শেষ হয়। ম্যাচ হয়েছে ড্র।
সিলেট বিভাগের হয়ে ১টি করে উইকেট শিকার করেন তোফায়েল আহমেদ এবং নাবিল সামাদ।
সিলেট একাডেমী মাঠের ম্যাচও হয়েছে ড্র। দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ১৮৬ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করেছিল ঢাকা মেট্রো। দ্বিতীয় ইনিংসে তারা অলআউট হয়েছে ২৬৭ রানের মাথায়। দলের হয়ে সর্বোচ্চ ৮২ রানের ইনিংস খেলেন আমিনুল ইসলাম বিপ্লব।
ঢাকার হয়ে ৬ উইকেট নেন মোহাম্মদ এনামুল হক।
২৫৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নামে ঢাকা। শুরুটা ভালো করলেও মাঝে দ্রুত বেশ কিছু উইকেট হারিয়েছে ঢাকা। তবে ধুঁকতে ধুঁকতে অলআউট হওয়ার আগেই দিনের খেলা শেষ করতে পেরেছে। ৮ উইকেটে ১৪৮ রান নিয়ে দ্বিতীয় ইনিংসে থামে ঢাকা, দিনের খেলাও শেষ হয়। ম্যাচ হয়েছে ড্র। দলের হয়ে সর্বোচ্চ ৩৪ রানের ইনিংস খেলেন ওপেনার আশিকুর রহমান শিবলী, মাত্র ৩২ বলে।
মেট্রোর হয়ে ৪ উইকেট শিকার করেছেন রাকিবুল ইসলাম। এছাড়া আবু হায়দার রনি নেন ৩ উইকেট। ১ উইকেট তুলেছেন আরিফ আহমেদ।
সংক্ষিপ্ত স্কোর : (চতুর্থ দিনের খেলা শেষে)
ভেন্যু : কক্সবাজার একাডেমী
সিলেট ১ম ইনিংস : ৪৯৬/৭ ডিক্লে.
খুলনা ১ম ইনিংস : ২৭৩
খুলনা ২য় ইনিংস : (ফলো-অন) ৭৫.৫ ওভারে ২৯৬/৩ (এনামুল ৫৪, অমিত ৫, ইমরুল ৭১, মিথুন ১০২*, সোহান ৫০*; ইবাদত ৪-১-১০-০, খালেদ ৯-৪-২১-০, তোফায়েল ৬-১-১৯-১, নাঈম ১৯-৪-৫৩-০, নাবিল ১৬-৩-৬৩-১, রাহাতুল ১৫-১-৮৯-০, তৌফিক ২.৫-০-১৫-০, গালিব ৪-০-১৩-০)
ফল : ম্যাচ ড্র।
ম্যন অব দ্যা ম্যাচ : অমিত হাসান।
ভেন্যু : সিলেট একাডেমী
ঢাকা মেট্রো ১ম ইনিংস : ৩০৪
ঢাকা ১ম ইনিংস : ৩১৫
ঢাকা মেট্রো ২য় ইনিংস : ৯৮.১ ওভারে ২৬৭ (আগের দিন ১৮৬/৬) (তাহজিবুল ৪৪, আবু হায়দার ৪৭, রকিবুল ১৩, আরিফ ২, মারুফ ০*; সালাউদ্দিন ১৩-৩-৩২-০, ১৫-২-৪১-২, এনামুল ২১-৪-৮১-৬, শুভাগত ১৫.১-২-৩৩-১, নাজমুল ২০-৬-৩৮-১, তাইবুর ৭-১-১৪-০, মোসাদ্দেক ৭-১-১৪-০)
ঢাকা ২য় ইনিংস : (লক্ষ্য ২৫৭) ৪৩ ওভারে ১৪৮/৮ (আশিকুর ৩৪, রনি ২৩, জয়রাজ ১৪, তাইবুর ৭০, মাহিদুল ০, মোসাদ্দেক ৭, শুভাগত ১৯, রিপন ৬*, এনামুল ০, নাজমুল ০; মারুফ ৪-০-১৮-০, আবু হায়দার ১২-২-৪৫-৩, রকিবুল ১৮-৪-৩৮-৪, আরিফ ৮-১-৩১-১, আইচ ১-০-২-০)
ফল : ম্যাচ ড্র।
ম্যান অব দ্যা ম্যাচ : মোহাম্মদ এনামুল হক।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।