Scores

এনামুল, মিরাজদের পাশে নাম লেখালেন পৃথ্বী

হায়দরাবাদে উইন্ডিজকে ১০ উইকেটের ব্যবধানে হারিয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে জিতে নিয়েছে স্বাগতিক ভারত ক্রিকেট দল। এই সিরিজ দিয়ে টেস্ট অঙ্গনে পথচলা শুরুর পর সিরিজজুড়ে ধারাবাহিকভাবে ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স করে প্রথম ভারতীয় টিনএজার ক্রিকেটার হিসেবে সিরিজ সেরা নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করেছেন পৃথ্বী শ।

এনামুল, মিরাজদের অর্জনে নাম লেখালেন পৃথ্বী

সফরকারী উইন্ডিজের বিপক্ষে ঘরের মাটিতে টেস্ট সিরিজে এক শতক ও অর্ধশতকে সবচেয়ে বেশি ২৩৭ রান করে সিরিজ সেরা নির্বাচিত হন ডানহাতি ১৮ বছর বয়সী ব্যাটসম্যান পৃথ্বী। তার সিরিজ সেরা নির্বাচিত হওয়ার ফলে ক্রিকেট ইতিহাসে মাত্র পঞ্চম ক্রিকেটার হিসেবে ১৯ বছরের গণ্ডী পার করার আগেই টেস্ট ক্রিকেটে সিরিজ সেরা হওয়ার অভিনব অর্জনে নাম লেখালেন তিনি।

ভারতীয় তরুণ এ প্রতিভাবান ক্রিকেটারের আগে একই অর্জনে নাম লেখানো বাকি চার ক্রিকেটারের মধ্যে রয়েছেন বাংলাদেশের দুই ক্রিকেটার। তারা হলেন এনামুল হক জুনিয়র ও মেহেদী হাসান।

Also Read - বাংলাদেশে ভারতের চেয়েও বেশি স্পিনের শঙ্কা হোল্ডারের

২০০৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করে এ অর্জনে প্রথম বাংলাদেশি হিসেবে নিজের নাম লেখান এনামুল হক। এর ১১ বছর পর ঘরের মাটিতে ২০১৬ সালে একই অর্জনে নাম লেখান মেহেদী হাসান মিরাজ। ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক টেস্ট সিরিজে ১৭ উইকেট শিকার করে বিশ্বরেকর্ড গড়ার পাশাপাশি ১৮ বছর বয়সে সিরিজ সেরা নির্বাচতি হন তিনি।

অভিনব এই অর্জনের এলিট ক্লাবে সবার আগে নাম লেখান সাবেক পাকিস্তানি ক্রিকেটার ওয়াসিম আকরাম। ১৯৯০ সালে টেস্ট সিরিজে সিরিজ সেরা নির্বাচিত হইয়ে এ অর্জনের প্রথম সৌভাগ্যবান ক্রিকেটার হন তিনি। এরপর ২০০৫ সালে বাংলাদেশের এনামুল হক জুনিয়র, ২০১০ সালে পাকিস্তানের পেসার মোহাম্মদ আমির, ২০১৬ সালে আরেক বাংলাদেশি মিরাজ ও ২০১৮ সালে এসে প্রথম ভারতীয় হিসেবে এ তালিকায় যুক্ত হলেন পৃথ্বী।


আরও পড়ুনঃ বাংলাদেশে ভারতের চেয়েও বেশি স্পিনের শঙ্কা হোল্ডারের

Related Articles

বিশ্বকাপে খেলবেন আমির— বিশ্বাস শোয়েবের

শুক্রবার দেশে ফিরছেন রোডস

দুই ধনঞ্জয়ার তুলনায় লঙ্কান নির্বাচকের অদ্ভুত যুক্তি

বিশ্বকাপের আগেই অবসর নিচ্ছেন মালিঙ্গা!

শ্রীলঙ্কার বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা