Scores

এবারও হোয়াইটওয়াশে চোখ প্রোটিয়াদের

টেস্ট ও ওয়ানডে সিরিজে বাংলাদেশকে দাপটের সাথে হোয়াইটওয়াশ করেছে দক্ষিণ আফ্রিকা। তবে তাতেও স্বাগতিকদের হোয়াইটওয়াশ ক্ষুধা মেটেনি। দলটি এবার বাংলাদেশকে হোয়াইটওয়াশ করতে চাচ্ছে চলমান টি-২০ সিরিজেও।

Duminy-1024x642

আর এরই প্রেক্ষিতে বৃহস্পতিবার সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ২০ রানে হারিয়েছে জেপি ডুমিনির দল। ইনজুরির কারণে এই সিরিজে খেলতে পারছেন না দক্ষিণ আফ্রিকার নিয়মিত অধিনায়ক ফাফ ডু প্লেসিস। তার বদলে দলকে নেতৃত্ব দিচ্ছেন ডুমিনি।

Also Read - ভুগিয়েছে প্রোটিয়াদের শেষ পাঁচ ওভারই


প্রথম টি-২০ ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ডুমিনি জানান, বাংলাদেশকে টি-২০ সিরিজেও হোয়াইটওয়াশ করার কথা ভাবছেন তারা।

সাংবাদিকদের সাথে আলাপকালে ডুমিনি বাংলাদেশের বোলিংয়ের প্রশংসা করেন। তিনি বলেন, ‘আমি মনে করি ১৯৫ দারুণ একটি স্কোর। তারা শেষের দিকে দুর্দান্ত বোলিং করেছে, ভালো কিছু ইয়র্কার ছিল। আমাদের ভালো একটি জুটি ছিল বেহারডিন ও মিলারের মধ্যে।’

ব্যাট হাতে শুরুর দিকে ভালোই করেছিল বাংলাদেশ। টাইগাররা শুরুতে নৈপুণ্য দেখাবে, এটি জানতেন ডুমিনিও- ‘আমরা জানতাম তারা প্রথম ছয় ওভারে তাদের পূর্ণ নৈপুণ্য দেখাবে। কিন্তু আমাদের ছেলেরা শান্ত হয়ে দক্ষতার সাথে এখান থেকে বেড়িয়ে এসেছে।’

ডুমিনি বলেন, ‘বিশেষ করে এই ফরম্যাটের ক্রিকেটে শান্ত থাকা বেশ চ্যালেঞ্জিং এবং ছেলেরা আমাদের পরিকল্পনা জানতো। ডেবুটেন্ট ও নতুন ছেলেদের নিয়ে আমি খুশি। তাদের বৈচিত্র্য ও ফিল্ডিং দারুণ ছিল।’

হোয়াইটওয়াশ করার ইচ্ছের কথা জানিয়ে ডুমিনি বলেন, ‘আমরা আমাদের সেরা খেলার আশি ভাগ দিতে পেরেছি। আমরা সিরিজটি ২-০ ব্যবধানে শেষ করতে চাই। আমরা শেষ পর্যন্ত তাদের ১৭০ এর মধ্যে আটকে রাখতে চাইছিলাম।’

এবারের দক্ষিণ আফ্রিকা সফরটি মোটেও ভালো যাচ্ছে না টাইগারদের। টেস্ট ও ওয়ানডে সিরিজে হারার পর সিরিজ উদ্বোধনী টি-২০ ম্যাচে হারতে হয়েছে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন দলকে। এই নিয়ে সফরে টানা ৬ ম্যাচ ধরে জয়হীন বাংলাদেশ। আগামী ২৯ অক্টোবর সিরিজের দ্বিতীয় ও শেষ টি-২০ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা। পরিস্থিতি বা প্রস্তুতি যা-ই বলুক, ঐ ম্যাচে জয় দিয়ে স্বস্তির একটি ইতিই খুঁজবে ধুঁকতে থাকা বাংলাদেশ।

 

  • সিয়াম চৌধুরী, প্রতিবেদক, বিডিক্রিকটাইম
নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন
Tweet 20
fb-share-icon20

Related Articles

বাংলাদেশের প্রশংসায় রোডস-সাঙ্গাকারারা

সব ধরনের ক্রিকেটকে প্রোটিয়া তারকার ‘বিদায়’

ত্রিনবাগোর বিপক্ষে ‘সাকিবদের’ বড় জয়

বিপিএল মাতাতে আসছেন ডুমিনি

শেষটাতেই যেন থমকে গেলেন তারা