এবার অর্ধশতক পূর্ণ করলেন সৌম্য
৭৩ বলে ১৩ চার আর ৪ ছক্কার সাহায্যে ১০৭ রান করে তামিম ইকবালের আউটের পর বিসিবি একাদশ মোহাম্মদ মিঠুনের উইকেট হারালেও সাবলীল গতিতে অর্ধশতক পূর্ণ করেছেন সৌম্য সরকার।
তার মাইলফলক স্পর্শের আগে রাজসিক প্রত্যাবর্তনে শতক তুলে নেন তামিম ইকবাল। শতক পূর্ণের পর বেশিক্ষণ থিতু হতে পারেননি তিনি। চেজের দ্বিতীয় শিকারে পরিণত হয়ে শাই হোপের হাতে ক্যাচ দিয়ে সাজঘরের পথ ধরেন তিনি। এর ফলে ভাঙ্গে তামিম ও সৌম্যর মধ্যকার ১১৪ রানের মূল্যবান জুটিটি।
এরপর ক্রিজে এসে ৫ রান করে ডেভেন্দ্র বিশুর বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান মিঠুনও। দ্রুত দুই উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়লেও নিজস্ব গতিতে অর্ধশতক পূর্ণ করেন তিনি।
Also Read - শতক হাঁকালেন তামিমশেষ খবর পাওয়া পর্যন্ত, ২৯ ওভার শেষে স্বাগতিকদের সংগ্রহ ৩ উইকেটে ২২৪ রান। ৬০ রান নিয়ে সৌম্য ও ৮ রান নিয়ে এ মুহূর্তে ক্রিজে আছেন আরিফুল হক।
এর আগে টস জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভার শেষে ৮ উইকেটের বিনিময়ে স্বাগতিদের বিপক্ষে ৩৩১ রানের পুঁজি পেয়েছে সফরকারীরা। উইন্ডিজের পক্ষে সর্বোচ্চ রান এসেছে শাই হোপের ব্যাট থেকে।
BCB XI need 332 runs to win the warm-up match. Who will win the match? #BCBXIvWI pic.twitter.com/PH28X3rizw
— bdcrictime.com (@BDCricTime) December 6, 2018
স্বাগতিক বোলারদের মধ্যে সর্বোচ্চ দুটি উইকেট লাভ করেছেন নাজমুল ইসলাম অপু ও রুবেল হোসেন। তাছাড়া বাকি বোলারদের মধ্যে মাশরাফি, রানা ও শামীম প্রত্যেকেই নিজেদের প্রাপ্তির খাতায় জমা করেছেন একটি করে উইকেট।
স্কোরকার্ড-
উইন্ডিজ: ৩৩১/৮ (৫০ ওভার)
পাওয়েল ৪৩(৪৮), হোপ ৭৮(৮৪), ব্রাভো ২৭(৩৩), স্যামুয়েলস ৫(১২), হেটমায়ার ৩৩(২৭), পাওয়েল ০(৫), চেজ ৬৫*, অ্যালেন ৪৮, রুবেল ১০-০-৫৫-২, মাশরাফি ৮-১-৩৭-১, রানা ১০-০-৬৫-১, শাহিন ২-০-১৮-০, সৌম্য ৮-০-৭২-০, অপু ১০-০-৬১-২, শামীম ২-০-১৬-১।
বিসিবি একাদশ: ২১৪/৩
তামিম ১১৭(৭৩), কায়েস ২৭(২৫), সৌম্য ৬০*, মিঠুন ৫(১৪), আরিফুল ৮*।