Scores

এবার ছিটকে গেলেন মরিস

বেশ কয়েকদিন ধরেই দক্ষিণ আফ্রিকার শিবিরে শুধু চোটের খবর। এবার আরো একটি দুঃসংবাদ। ডানহাতি ফাস্ট বোলার ক্রিস মরিস চোটের কারণে খেলছেন না বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ। ডেল স্টেইন, ভারনন ফিল্যান্ডারের পর আরেক প্রোটিয়া ফাস্ট বোলার ছিটকে গেলেন বাংলাদেশ সিরিজ থেকে।

 এবার ছিটকে গেলেন মরিস

ব্যাক স্ট্রেইন চোটের কারণে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে মরিস খেলবেন না। বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ আফ্রিকার টিম ম্যানেজার মোহাম্মদ মুসাজি। টেস্ট খেলতে না পারলেও ওয়ানডে ও টি-২০ সিরিজে মরিস খেলতে পারবেন বলে আশাবাদী তিনি।

Also Read - আফগানিস্তানকে হোয়াইটওয়াশের লক্ষ্য সাইফদের


চোটের কারণে গত মাসে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের চতুর্থ টেস্টেও দলের বাইরে ছিলেন মরিস। সেই চোট কাটিয়ে এখনো শতভাগ ফিট হয়ে উঠতে পারেননি তিনি।

এর আগে বাংলাদেশ সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন ডানহাতি গতি তারকা ডেল স্টেইন। চোটের কারণে প্রথম টেস্ট খেলতে পারবেন না আরেক ফাস্ট বোলার ভারনন ফিল্যান্ডার। এবার তাদের দলে যোগ দিলেন মরিস। বোলিং আক্রমণের প্রধান প্রধান অস্ত্রদের চোটের কবলে পড়ায় কিছুটা চিন্তিত দক্ষিণ আফ্রিকার নতুন কোচও।

মরনে মরকেল, কাগিসো রাবাদা ও ডুয়ানে অলিভারদের সাথে অন্য একজন পেসারকে দেখা যেতে পারে স্কোয়াডে। তিন পেসারের চোটের কারণে সুযোগ পেতে পারেন ওয়েন পারনেল। এছাড়া বিকল্প হিসেবে আছেন কাইল অ্যাবোট পাশাপাশি নতুন দুই মুখ আনডিলে ফেলুকুয়ায়ো ও ডোয়াইন প্রেটোরিয়াস।

মরিসকে নিয়ে মোহাম্মদ মুসাজি বলেন, “যদি সে সুস্থ হয়ে উঠে তাহলে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে আমরা তাকে পেতে পারি।” বর্তমানে মরিস ফিজিওর সাথে কাজ করছেন বলে জানিয়েছেন তিনি।

জাতীয় দলের হয়ে চারটি টেস্ট খেলেছেন ৩০ বছর বয়সী মরিস। ৪ টেস্টে শিকার করেছেন বারো উইকেট।

২৮ সেপ্টেম্বর পোচেস্ট্রমে শুরু হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। ৬ অক্টোবর ব্লোয়েমফনটেইনে শুরু হবে দ্বিতীয় টেস্ট। ১৫ অক্টোবর থেকে শুরু হবে ওয়ানডে সিরিজ।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

বিশ্বকাপ স্বপ্ন শেষ নর্টজের, ডাক পেলেন মরিস

বিপিএল মাতাতে আসছেন ক্রিস মরিস!

বাদ পড়লেন তাহির-মরিস