Scores

তামিমের লাইভে আসছেন আরও তিন ক্রিকেটার

করোনাকালে তারকা ক্রিকেটারদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি আড্ডা দিচ্ছেন তামিম ইকবাল। একেক শো-তে আলাদা করে নতুন নতুন অতিথি নিয়ে আসছেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক। এবার তামিমের লাইভে আসছেন বাংলাদেশ দলের তিন ক্রিকেটার মুমিনুল হক, সৌম্য সরকার ও লিটন কুমার দাস।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে থমকে গেছে জীবনযাপন। বন্ধ আছে সকল প্রকার খেলাধুলা। এমন পরিস্থিতিতে বিষাদগ্রস্ত হয়ে পড়ছেন ক্রিকেটাররা। দীর্ঘদিন ঘরবন্দী থাকার ফলে মানসিকভাবে ভেঙে পড়ছেন অনেকেই। অবসাদে খানিক প্রলেপ দিতে ব্যতিক্রমী এক উদ্যোগ হাতে নিয়েছেন তামিম। তারকা ক্রিকেটারের সাথে সরাসরি ভিডিও আড্ডা দিচ্ছেন তিনি।

Also Read - করোনা আক্রান্ত বাংলাদেশের আরেক ক্রিকেটার


এবার তামিমের অতিথি হিসেবে আসছেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুমিনুল, অলরাউন্ডার সৌম্য ও উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটন। তামিমের সাথে সরাসরি আড্ডা দেবার বিষয়টি নিজের ফেসবুক পেজে নিশ্চিত করেছেন লিটন। আগামীকাল শনিবার (১৬মে) বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টায় তামিমের ফেসবুক পেজে শুরু হবে এই অনুষ্ঠান।

Dikirim oleh Litton Kumer Das pada Jumat, 15 Mei 2020

প্রসঙ্গত, তামিম সরাসরি আড্ডা শুরু করেন জাতীয় দলের সতীর্থ মুশফিকুর রহিমকে নিয়ে। বন্ধু মুশফিককে নিয়ে করা তামিমের সেই অনুষ্ঠান বেশ প্রশংসা কুড়িয়ে নেয়। এরপর পালাক্রমে মাহমুদউল্লাহ রিয়াদ ও সদ্য সাবেক ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে নিয়ে লাইভ শো করেন তামিম।

এরপর দুই পেসার রুবেল হোসেন ও তাসকিন আহমেদকে নিয়ে সরাসরি আড্ডা দেন তিনি। গত রবিবার শো করেন জাতীয় দলের সাবেক তিন অধিনায়ক ও বর্তমানে বোর্ডের সাথে যুক্ত তিন তারকা নাঈমুর রহমান দুর্জয়, খালেদ মাহমুদ সুজন ও হাবিবুল বাশার সুমনকে নিয়ে।

তামিমের আড্ডার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ও তারকা ব্যাটসম্যান ফাফ ডু প্লেসিও। আজ (১৫মে) ভারতীয় ওপেনার রোহিত শর্মার সাথে সরাসরি ভিডিও আড্ডা দেওয়ার কথা আছে তামিমের। যেটি শুরু হবে রাত সাড়ে ১০টায়।

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

আইপিএল: যেখানে নিয়মের বেড়াজালে আবদ্ধ ক্রিকেট!

নতুন নিয়মে বিপাকে আইপিএলের তিন দল

শ্রীলঙ্কার মুখোমুখি হওয়ার আগে ভালো প্রস্তুতির প্রত্যাশা অধিনায়কের

সবকিছু নতুন নতুন লাগছে : মুমিনুল

করোনায় আক্রান্ত মাশরাফির বাবা-মা