Scores

এবার দলের সঙ্গে থাকছেন না সুজন

বাংলাদেশ দলের অভিভাবকের ভূমিকায় যে কয়জন সাবেক ক্রিকেটারকে দেখা যায়, তাদেরই একজন তিনি। বলা হচ্ছিল বাংলাদেশ দলের সাবেক ক্রিকেটার খালেদ মাহমুদ সুজনের কথা।

সমালোচনার জবাব দিলেন সুজন
খালেদ মাহমুদ সুজন। ছবিঃ বিডিক্রিকটাইম

বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক হিসেবে কর্মরত এই ক্রিকেট ব্যক্তিত্ব একাধারে ক্রিকেট কোচ এবং সংগঠকও। সেই সাথে রয়েছে তার আরেকটি পরিচয়- জাতীয় দলের সিরিজ বা সফরগুলোতে তিনি পালন করে থাকেন টিম ম্যানেজারের কিংবা টেকনিক্যাল ডিরেক্টরের মত গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব।

তবে বাংলাদেশ দলের আসন্ন উইন্ডিজ সফরে দলের সাথে দেখা যাবে না সুজনকে। এই সিরিজে তিনি ম্যানেজারের দায়িত্ব পালন করবেন- অনেকেই এমনটি ভেবে নিলেও শেষপর্যন্ত হচ্ছে না তা।

Also Read - এফটিপিতে বাংলাদেশের যত ম্যাচ

দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যম আরটিভির অনলাইন সংস্করণে প্রকাশিত একটি প্রতিবেদন অনুসারে, সুজন নিজেই জানিয়েছেন, উইন্ডিজ সফরে জাতীয় দলের ম্যানেজারের পদে থাকছেন না তিনি। যার অর্থ, দলের সাথে যাচ্ছেন না সফরেও।

এর আগে চলতি বছরে জাতীয় দলের প্রথম দুই মিশন ত্রিদেশীয় সিরিজ (ঘরের মাঠে বাংলাদেশ-শ্রীলঙ্কা-জিম্বাবুয়ে) ও শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজে খালেদ মাহমুদ সুজন ছিলেন টেকনিক্যাল ডিরেক্টর। প্রধান কোচের শূন্য পদ আর সহকারী কোচের অনুপস্থিতিতে তিনি দলকে কোচিংও করিয়েছিলেন। এরপর নিদাহাস ট্রফিতেও তিনি ছিলেন দলের সঙ্গী, তবে সেবার ম্যানেজারের ভূমিকায়। ঐ সিরিজে অবশ্য দলকে কোচিং করিয়েছিলেন পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ। সর্বশেষ আফগানিস্তান সিরিজেও টাইগারদের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছেন সুজন। এই সিরিজেও ওয়ালশ ছিলেন অন্তর্বর্তীকালীন প্রধান কোচ। তবে নতুন প্রধান কোচ স্টিভ রোডসের অধীনে থাকা দলের সাথে এবার আর সফরে যাচ্ছেন না খালেদ মাহমুদ সুজন।

সুজনের পরিবর্তে বাংলাদেশ দলের ম্যানেজার হিসেবে কে দায়িত্ব পালন করবেন তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে আরটিভির ঐ প্রতিবেদন অনুযায়ী, বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির ম্যানেজার সাব্বির খানই পালন করবেন সুজনের ছেড়ে দেওয়া দায়িত্ব।

আরও পড়ুনঃ স্কটল্যান্ড-আয়ারল্যান্ডের কাছে ক্ষমা চেয়েছে আইসিসি

Related Articles

বিশ্বকাপের আগে সুখবর পাচ্ছেন রাসেল-পোলার্ডরা!

বিশ্বকাপে চোখ পোলার্ডের

ফাইনালে যেকোনো দলকে হারাতে পারে উইন্ডিজ!

টি-টোয়েন্টি ম্যাচে চন্দরপলের ডাবল সেঞ্চুরি!

‘বিশ্বকাপ জিততে প্রয়োজনীয় সবকিছু আমাদের আছে’