Scores

এবার দূষণের কবলে শেফিল্ড শিল্ড

শেফিল্ড শিল্ডের চলতি আসরে ফাঁড়া যেন কাটছেই না। মেলবোর্নের ঝুঁকিপূর্ণ পিচের পর এবার অস্ট্রেলিয়ার আসরটি আলোচনার কেন্দ্রবিন্দুতে সিডনির ধোঁয়ার কারণে।

এবার দূষণের কবলে শেফিল্ড শিল্ড

জলবায়ু পরিবর্তনের সাক্ষী হয়ে সিডনির মত শহরও ধোঁয়ায় আছন্ন হয়ে পড়েছে। বায়ু দূষণের মাত্রা এতটাই বেড়েছে যে পুরো আকাশ ছেয়ে আছে কুয়াশার মত ধোঁয়ায়। এর প্রভাব পড়েছে শেফিল্ড শিল্ডের ম্যাচেও।

Also Read - শানাকার বাজির ঘোড়া সৌম্য-সাব্বিরনিউ সাউথ ওয়েলসের ধোঁয়ার প্রভাবে সিডনিও ধোঁয়াশাচ্ছন্ন হয়ে পড়েছে। ফলে নিউ সাউথ ওয়েলস ও কুইন্সল্যান্ডের ম্যাচটিতে বেশ বাধার সম্মুখীন হতে হয়েছে ক্রিকেটারদের। খেলার মধ্যেই শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন ক্রিকেটাররা। দুই দলেই ছিলেন অস্ট্রেলিয়ার জাতীয় দলের অনেক ক্রিকেটার।

সিডনির এই পরিস্থিতি মনে করিয়েছে দিল্লীর কথা। গত মাসে দিল্লীর চরম বায়ু দূষণের মধ্যেই অনুষ্ঠিত হয়েছিল ভারত-বাংলাদেশ প্রথম টি-টোয়েন্টি। এর আগে দিল্লীতে বায়ু দূষণের শিকার হয়েছিল শ্রীলঙ্কা ক্রিকেট দলও। সেই ঘটনাগুলো ভুলেনি ক্রিকেট দুনিয়া।

কুইন্সল্যান্ডের অধিনায়ক উসমান খাজা তাই ভারতের দূষণের কথাই স্মরণ করলেন। জানিয়েছেন- দূষণের অবস্থা দেখে তার মনে হচ্ছিল সিডনিতে নয়, খেলছেন ভারতে।

খাজা বলেন, ‘সিডনির দূষণ দেখে মনে হচ্ছে ভারতে খেলছি। সকালে মাঠে এসে এই অবস্থা দেখে আমার এমনই মনে হল।’

নিউ সাউথ ওয়েলসের অফ স্পিনার স্টিভ ও’কিফ আবার ধূমপায়ী। তারও কষ্ট হচ্ছিল সিডনির বায়ু দূষণে। রসিকতা করেই তাই বললেন- ‘আমার মত যারা রোজ ৪০টি সিগারেট খায়, তারা ৮০টি সিগারেট খেলে দূষণের মধ্যে খেলতে পারবে।’

ম্যাচের শেষদিন এসব দূষণ-কাণ্ড উতরে অবশ্য সম্পন্ন হয়েছে খেলা। ম্যাচটি জিতেছে নিউ সাউথ ওয়েলস।

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন
Tweet 20
fb-share-icon20

Related Articles

গিলক্রিস্টের কাছে ভক্তের খোলা চিঠি

বিশ্বকাপের ভাগ্য নির্ধারণ চলতি মাসেই

সরে দাঁড়ালেন ওয়ার্নার

মদের পরিবর্তে স্যানিটাইজার উৎপাদন করছেন শেন ওয়ার্ন

করোনা ইস্যুতে নিজের বাড়ি নিলামে তুলছেন শেন ওয়ার্ন