Scores

এমন অদ্ভুতুড়ে ম্যাচ আগে দেখেননি কোহলি

আহমেদাবাদে অদ্ভুত এক ম্যাচের সাক্ষী হল বিশ্ব ক্রিকেট। দীর্ঘদিন পর ২ দিনে কোনো টেস্ট শেষ হওয়ার নজির দেখা গেল নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে। দিবারাত্রির এই টেস্ট ২ দিনে শেষ হয়ে যাওয়ায় অবাক বিরাট কোহলি।

নারীধর্ষণের বিচার চাইলেন কোহলি

যদিও ভারতীয় অধিনায়কের দল ১০ উইকেটের জয়ে সিরিজে এগিয়ে গেছে। তবে যেভাবে মুড়িমুড়কির মত উইকেট পড়েছে আলোচিত পিচে, তাতে অবাক খোদ কোহলিও। হন না তিনি স্বাগতিক দলের অধিনায়ক!

Also Read - তানভির-খালেদদের বোলিং তোপে শুরুতেই চাপে আইরিশরা


কোহলি বলেন, ‘মাত্র দুই দিনেই খেলা শেষ হয়ে গেল। এমন অদ্ভুতুড়ে ম্যাচ আমি আগে দেখিনি। শততম টেস্ট খেলতে নামা ইশান্ত আমাকে বলছিল, ও বল করার সুযোগই তো পেল না!’

কোহলি অবশ্য পিচকে সব দোষ দিতে নারাজ, তিনি দেখছেন ব্যাটসম্যানদের দায়ও। কোহলি বলেন, ‘১০০ রানে ৩ উইকেট পড়ে গিয়েছিল। সেখান থেকে ১৫০ রানের মধ্যেই সব উইকেট পড়ে গেল। কিছু বল ঘুরছিল। তবে প্রথম ইনিংসে এটা ভালো ব্যাটিং উইকেট ছিল। ৩০ উইকেটের মধ্যে ২১ উইকেটই সোজা বলে- ব্যাপারটা আশ্চর্যের আমার কাছে।’

ভারতের জয়ের মূল নায়ক অক্ষর পেটেল। একাদশে সুযোগ পেয়ে এভাবে চমকে দিবেন তা ভারতীয়রাও ভাবতে পারেননি হয়ত। তবে ভারতীয় অধিনায়ক আগে থেকেই আস্থা রেখেছিলেন তার উপর।

কোহলির ভাষায়, ‘জাদেজা চোট পাওয়ায় অনেকে স্বস্তি পেয়েছিলেন। কিন্তু আমাদের দলে অক্ষর আছে। ও কিছুটা উঁচু থেকে জোরে বল করে। গুজরাট থেকে এত বাঁহাতি স্পিনার কেন তৈরি হয় আমার জানা নেই। ওর বলে আপনি সুইপও মারতে পারবেন না আর ডিফেন্সও করতে পারবেন না। উইকেটের সাহায্য পেলে ও ভয়ঙ্কর হয়ে ওঠে।’

Related Articles

বিশ্বকাপে খেলার সম্ভাবনা নিয়ে মুখ খুললেন ডি ভিলিয়ার্স

ব্যর্থতার সব দায়ভার নিজের কাঁধে নিলেন বাউচার

বিশ্বকাপে পাকিস্তানের মিডল অর্ডারে মালিককে চান আফ্রিদি

জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলে ‘৩’ নতুন মুখ

ওয়াহর তোলা ছবি জিতল উইজডেনের বর্ষসেরার খেতাব