
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরের বয়স এখন দুই দিন। দুই দিনই প্রথম ম্যাচে দেখা গেছে রানখরা, অথচ ভিন্ন চিত্র দ্বিতীয় ম্যাচে। এখন পর্যন্ত সবচেয়ে লো স্কোরিং ম্যাচ হয়ে আলোচনায় সিলেট সানরাইজার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের লড়াই।
আসরের তৃতীয় ম্যাচে সিলেট মাত্র ৯৭ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছিল কুমিল্লাকে। উইকেট বোলারদের জন্য সহায়ক হলেও এই রান তাড়া করার জন্য নিশ্চয়ই ৮ উইকেট হারাতে হয় না। অথচ কুমিল্লা হারতে হারতে কোনোমতে ম্যাচ জিতেছে ২ উইকেটে।
ম্যাচ শেষে এমন ব্যাটিংয়ের জন্য কুমিল্লার অধিনায়ক ইমরুল কায়েস দায়ী করলেন উইকেটকে। তিনি বলেন, ‘টার্নিং উইকেটে চাইলেও সিঙ্গেল বের করা যায় না। লো ট্র্যাকে আপনি চাইলেও পরিকল্পনা অনুযায়ী খেলতে পারবেন না। যেটা হয়- অনেক দেখেশুনে ব্যাট করা লাগে। বেশি দেখেশুনে খেলতে গিয়ে হয়তো ব্যাটসম্যান আউট হয়ে যায়, তখন একটা চাপ চলে আসে।’
ইমরুলের মতে, এমন উইকেটে ছোট লক্ষ্যের জন্য একটু আগ্রাসী ভঙ্গিতেই ব্যাট করা জরুরী। তিনি বলেন, ‘আমার মনে হয় লো স্কোরিং ম্যাচ হয় তাড়াতাড়ি শেষ করে দিতে হয়, নাহলে এমন অবস্থা আসলে সেটা দলের জন্য কঠিন হয়ে যায়।’

একের পর এক উইকেট হারাতে থাকা কুমিল্লা একসময় পড়েছিল হারের শঙ্কায়। হারলে তা হত সবচেয়ে ছোট লক্ষ্য তাড়া করতে গিয়ে পরাজিত হওয়ার রেকর্ড। ইমরুল কোনোভাবেই এই হার দেখতে চাননি।
তিনি বলেন, ‘আমি সবাইকে, এমনকি মুস্তাফিজকে পর্যন্ত বলেছিলাম যে এই ম্যাচ তো হারা যায় না। আমাদের বল অনেক হাতে ছিল, যার জন্য মনে হয়নি ম্যাচ হারবো।’
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনের চ্যাটে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime Crickey সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।
বিডিক্রিকটাইমের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।