Scores

“এমন নয় গত ৫-৭ বছরে যা করেছি সেটা কিছুই না”

তিন ম্যাচ সিরিজের প্রথম দুটি ম্যাচে হেরে শ্রীলঙ্কার কাছে সিরিজ খুইয়েছে বাংলাদেশ। যদিও বিশ্বকাপ ব্যর্থতার পর লঙ্কা যাত্রার সময়ে সিরিজ জেতার পরিকল্পনা করছিল দল।

“এমন নয় গত ৫-৭ বছরে যা করেছি সেটা কিছুই না”

দলের এই ব্যর্থতার দিনে উজ্জ্বল ছিলেন মুশফিকুর রহিম। চাপ সামলে ব্যাট করে গড়েছেন ৯৮ রানের এক ইনিংস, ছিলেন অপরাজিত। দলীয় স্কোর সম্মানজনক পর্যায়ে নিয়ে যাওয়ার কৃতিত্বটাও তারই।

Also Read - ইংলিশ যুবাদের বিপক্ষে বাংলাদেশের দুর্দান্ত জয়


ম্যাচ শেষে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে দলের প্রতিনিধি হয়ে মুশফিকই আসেন কথা বলতে। এ সময় তিনি স্বীকার করে নেন, দিনশেষে ফলাফলই মূল বিষয়।

তবে মুশফিক মনে করেন, কয়েকটি ম্যাচে খারাপ করায় দলের গত ৫-৭ বছরের সাফল্য মোটেও বৃথা হয়ে যায়নি।

তিনি বলেন, ‘দিনশেষে দলের ফলাফল কি সেটাই মুখ্য। আমার কাছে সবসময় মনে হয় বিশ্বকাপটা আমরা যেভাবে চেয়েছি সেভাবে হয়নি। এটা আমাদের একটা সুযোগ ছিল প্রমাণ করার যে আমরা সঠিক পথে আছি।’

দল সঠিক পথে আছে কি না সেই ভাবনা একেক দৃষ্টিকোণ থেকে একেকরকম হতে পারে। তবে মুশফিক দলে কোনো সমস্যা খুঁজে পাচ্ছেন না। বরং ঘুরে দাঁড়ানোর জন্য আদর্শ এক সময়ের দেখাই যেন পাচ্ছেন জাতীয় দলের এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।

‘আমরা হয়তো শেষ দুই ম্যাচে করতে পারিনি তার মানে এটা না যে আমরা গত ৫-৭ বচরে যা করেছি সেটা কিছুই না। এটা ঠিক আমাদের কঠিন সময় যাচ্ছে। এটা অবশ্যই একটা দেখানোর জায়গা আমরা কতটা কামব্যাক করতে পারি।’– বলেন তিনি।

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন
Tweet 20
fb-share-icon20

Related Articles

নতুন নতুন টুর্নামেন্ট আয়োজনের ভাবনা আইসিসির

অল্পের জন্য প্রাণে বাঁচলেন থমাস

অধিনায়কত্ব ছেড়ে দলে ফিরলেন ডু প্লেসিস

দুর্দান্ত জয়ের দিনে জরিমানা দিল ইংল্যান্ড

দক্ষিণ আফ্রিকার দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন ডু প্লেসিস