Scores

এমন পারফরম্যান্সেরর কারণ খুজঁছেন হাবিবুল

দক্ষিণ আফ্রিকা সফরে সাত ম্যাচের সাতটিতেই হেরেছে বাংলাদেশ। স্বাগতিকদের কাছে পাত্তাই পায়নি টাইগাররা। দলের এমন হতাশাজনক পারফরম্যান্সের কারণ খুঁজছেন নির্বাচক হাবিবুল বাশার সুমন। তার মতে কোনো বিভাগেই ভালো করতে পারেনি বাংলাদেশ।

এমন পারফরম্যান্সেরর কারণ খুজঁছেন হাবিবুল
সাকিব আল হাসানের মতো হাবিবুল বাশারও মনে করেন টেস্টে খারাপ ফলাফলের বিরূপ প্রভাব ছিল ওয়ানডে আর টি-২০ তে। সাকিব জানিয়েছেন পরাজয়ের প্রভাবটা ভাইরাসের মতো ছড়িয়ে পড়েছিল টিমে। হাবিবুল বাশারের কণ্ঠেও একই সুর। খারাপ করলে আত্মবিশ্বাস কমে যাওয়াটাই স্বাভাবিক বলে মনে করছেন তিনি। তিনি বলেন, “‘একটা দল যখন ভালো করবে না, তখন আত্মবিশ্বাস নেমে যায়। খুব স্বাভাবিক একটা ব্যাপার। আমার মনে হয় সেটাই হয়েছে। পুরো সিরিজে আমরা ভালো করতে পারিনি। সেটার প্রভাব পড়া খুবই স্বাভাবিক।”

সর্বশেষ অনুষ্ঠিত হয় দুই ম্যাচের টি-২০ সিরিজ। প্রথম টি-২০ তে কিছুটা লড়াই করলেও দ্বিতীয় টি-২০ তে বাংলাদেশকে হেসেখেলে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা।  টি-২০ সিরিজে প্রথম টি-২০ তে বাংলাদেশ খারাপ খেলেনি বলে মন্তব্য করেন তিনি। আর দ্বিতীয় ম্যাচে ৩৬ বলে ১০১ রানের বিধ্বংসী ইনিংস খেলা ডেভিড মিলারকে দিয়েছেন ম্যাচ ছিনিয়ে নেওয়ার কৃতিত্ব।

Also Read - টিকিট বিক্রি শুরুর আগেই সিলেটে দীর্ঘ লাইন!


হাবিবুল বাশার বলেন, “আমাদের প্রথম টি-টোয়েন্টিতে আমরা খারাপ করিনি; কিন্তু দ্বিতীয়টিতে মিলার যে ব্যাটিং করেছে, সেখানে আমাদের কিছুই করার ছিল না। তার আগ পর্যন্ত কিন্তু আমরা খারাপ করিনি। মিলার আমাদের হাত থেকে খেলাটা বের করে নিয়ে গেছে।”

দক্ষিণ আফ্রিকা সফরের আগে ঘরের মাটিতে অস্ট্রেলিয়ার সাথে টেস্ট সিরিজ ড্র করে বাংলাদেশ। এর আগে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলেছিল সেমি-ফাইনাল। আয়ারল্যান্ডের মাটিতে ত্রিদেশীয় সিরিজে হয়েছিল রানার্স আপ। শ্রীলঙ্কা সফরে তিন ফরম্যাটেই জয় পাওয়া। এ বছরের এ পারফরম্যান্সগুলো মনে করিয়ে দিয়ে হাবিবুল বাশার জানালেন এটা বাংলাদেশের ক্রিকেট নয়। তবে দক্ষিণ আফ্রিকার মাটিতে ব্যাটিং কিংবা বোলিং কোনোটাতেই ভালো করতে পারেনি বাংলাদেশ। এত খারাপ পারফরম্যান্সের কারণ খুঁজছেন জানিয়ে বলেন, “এমন খারাপ কেন করলো জানিনা। আমি নিজেও খুঁজছি এত খারাপ করার কারণ।”

অন্যদিকে টাইগারদের এমন বাজে পারফরম্যান্স থেকে বের হতে সবাইকে একসাথে কাজ করার কথা উল্লেখ করে বাশার বলেন, “একে অপরের উপর দোষ চাপিয়ে ক্ষতি ছাড়া লাভ নেই। সবাইকে একসাথে কাজ করতে হবে।”

আরো পড়ুনঃ টিকিট বিক্রি শুরুর আগেই সিলেটে দীর্ঘ লাইন!

Related Articles

সাইফউদ্দিন নাকি আরিফুল— দ্বিধায় নির্বাচকরা

‘হাথুরুসিংহেকে ক্ষমতা দেওয়াই বুমেরাং হচ্ছে’

“২০০ রান তাড়ার মানসিকতা তৈরি হয়নি”

টি-২০ তে দ্রুততম শতকের মালিক হলেন মিলার

এবারও হোয়াইটওয়াশে চোখ প্রোটিয়াদের