
শুভাগত হোম জাতীয় দলের হয়ে সর্বশেষ খেলেছেন ২০১৬ সালে। তার আগে খুব বেশি ম্যাচ খেলারও সুযোগ পাননি। তবে ৩৫ বছর বয়সেও শুভাগত ঘরোয়া ক্রিকেটের শীর্ষস্থানীয় একজন পারফর্মার। যদিও নজরকাড়া ফর্ম সত্ত্বেও জাতীয় দল নেই তার ভাবনায়।

সদ্য সমাপ্ত বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) ওয়ালটন মধ্যাঞ্চলকে নেতৃত্ব দিয়েছেন শুভাগত। ব্যাটে-বলে অলরাউন্ডার নৈপুণ্যে দলকে জিতিয়েছেন শিরোপা। বিশেষ করে ব্যাট হাতে বেশি উজ্জ্বল ছিলেন।
ফাইনালে দুটি শতক হাঁকানো শুভাগত জানান ফাইনাল জেতানোর অনুভূতি। তিনি বলেন, ‘যখন যে দলেই খেলি, যে পজিশনেই খেলি, চেষ্টা থাকে ভালো পারফরম্যান্স করার, দলে অবদান রাখার। বিসিএলে সেটা চেষ্টাই করেছি। ফাইনাল ম্যাচে পারফর্ম করে আরও ভালো লেগেছে।’
🏆 Walton Central Zone becomes the Champion of BCL 2021-22 edition 🏆
Scorecard- https://t.co/mCz42Wctkg#BCLFinal pic.twitter.com/UmFYXLxw1q
— bdcrictime.com (@BDCricTime) January 6, 2022
৩৫ বছর বয়সেও ধরে রেখেছেন ফিটনেস। ঘরোয়া ক্রিকেটে নিয়মিত ভালোও করছেন। তবে এসব চেষ্টা জাতীয় দলে ফেরার ভাবনায় নয়। ৮টি টেস্ট, ৪টি ওয়ানডে ও ৫টি টি-টোয়েন্টি খেলা এই ক্রিকেটার বলেন, ‘চেষ্টা করি টুর্নামেন্টগুলো খেলার, পারফরম্যান্স করার। সুযোগ আসলে আসবে।’

এক দিন আগে মাউন্ট মঙ্গানুই টেস্টে নিউজিল্যান্ডকে হারিয়েছে বাংলাদেশ। বিসিএল জেতার পর শুভাগতদের জন্য সেই আনন্দ যেন দ্বিগুণ হয়ে গেছে। সব মিলিয়ে সময়টা বেশ স্বস্তিদায়ক এই ক্রিকেটারের জন্য।
শুভাগত বলেন, ‘একটা চ্যাম্পিয়ন দলের হয়ে পারফর্ম করা এবং ফাইনাল ম্যাচে পারফর্ম করা আনন্দের বিষয়। গতকাল আমাদের ভালো একটা দিন ছিল, টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে জয় পেয়েছি। আজ আমরা ওয়ালটন সেন্ট্রাল জোন চ্যাম্পিয়ন হয়েছি। এটা আমাদের স্বস্তির এবং ভালো লাগার।’
এক ম্যাচে শুভাগতর দুই শতক, হারতে বসা ফাইনাল জিতল মধ্যাঞ্চল https://t.co/VQ55y6LsoO
— bdcrictime.com (@BDCricTime) January 6, 2022
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনের চ্যাটে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime Crickey সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।