Scores

এমন বাংলাদেশকে দেখে খুব ভালো লেগেছে: বোর্ড সভাপতি

বাংলাদেশের ক্রিকেটে সাময়িক যে দুঃসময় এসেছিল, সেটা অনেকটাই কেটে গেছে নিদাহাস ট্রফির মধ্য দিয়ে। আরেকটু হলে এই আসরে চ্যাম্পিয়নই হয়ে যেত বাংলাদেশ। তবে সেটি না হওয়াতেও হতাশ নন বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন।

গণমাধ্যমে কথা বলার সময় নাজমুল হাসান পাপন।

ক্রিকেটাররা বীরের মতো খেলেছেন আখ্যা দিয়ে সোমবার দলের সাথে দেশে ফিরে সংবাদমাধ্যমের মুখোমুখি হওয়া পাপন বলেন, ‘আমরা ফাইনাল ম্যাচ হেরে গেছি, এ জন্য অনেক কষ্ট পেয়েছেন, হতাশ হয়েছেন। আমি শুধু একটা কথাই বলব, আমাদের ছেলেরা আমাদের চেয়ে অনেক বেশি কষ্ট পেয়েছে। ওরা অনেক ভেঙে পড়েছিল। প্রত্যেকটা ম্যাচ ওরা ভালো খেলেছে এবং বীরের মতো খেলেছে।’

Also Read - এমন মুস্তাফিজকেই আইপিএলে চান রোহিত শর্মা


লড়াকু বাংলাদেশকে দেখে ভালো লাগছে জানিয়ে তিনি বলেন, ‘এই পুঁজি নিয়ে আমরা যেভাবে লড়েছি এটা প্রশংসার দাবি রাখে। শেষ বল পর্যন্ত আমরা লড়াই করেছি। ওরা হয়তো কষ্ট দিয়েছে, হতাশ করেছে কিন্তু ওরা বীরের মতো লড়াই করেছে। সেই কারণে আমি তাদের উপর খুশি। প্রতিটা খেলোয়াড়ের মধ্যে সেখানে জেতার আত্মবিশ্বাস দেখেছি। ফাইনাল যে এতো ক্লোজ হবে আমরা ভাবিনি। এবার এমন বাংলাদেশকে দেখে খুব ভালো লেগেছে।’

অথচ শ্রীলঙ্কা সফরের আগে দক্ষিণ আফ্রিকা সফর কিংবা ২০১৮-র প্রথম তিন সিরিজের কথা ভেবে ভয় পাচ্ছিলেন বোর্ড সভাপতি। তার ভাষ্য, ‘যখন শ্রীলঙ্কা যাই তখন মনে ভয় ছিল। আমরা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হারের পর ঘরের মাঠে শ্রীলঙ্কার কাছে তিন সিরিজেই হেরেছি। তার উপর এই সিরিজে বাড়তি চাপ ছিল ভারত, যারা এখন টি-টোয়েন্টির সেরা দল। একটা অজানা শঙ্কা নিয়েই কলম্বো গিয়েছিলাম। তবে এটা সত্যি, এবার হতাশা নিয়ে ফিরিনি। শিরোপার ঠিক কাছে গিয়ে পরাজয় নিয়ে ফেরাটা দুঃখজনক। তবে আমাদের চেয়ে ছেলেরা বেশি কষ্ট পেয়েছে।’

পাপন আরও বলেন, ‘ছেলেরা শিরোপা জিততে পারেনি। কিন্তু জান-প্রাণ দিয়ে চেষ্টা করেছে। এ কয়দিন আমি দলের সঙ্গে ছিলাম। আমি দেখেছি তারা কীভাবে চেষ্টা করেছে। ছেলেরা আমাকে বারবার বলেছে যে, আমরা শিরোপা জিততে চাই। আমরা ট্রফি জেতার কাছেও পৌঁছে গিয়েছিলাম। কিন্তু শেষ পর্যন্ত হয়নি। আসলে আমি হার জিত নিয়ে ভাবছি না। ছেলেরা বীরের মতো লড়াই করেছে সেটাই আমার কাছে অনেক বড়।’

আরও পড়ুনঃ বাংলাদেশের পক্ষে অল্প সমর্থন দেখে হতাশ সুজন

Related Articles

মাশরাফির অবদানকে খাটো করে দেখার সুযোগ নেই : পাপন

মাশরাফি কেন অবসর নেননি, প্রশ্ন পাপনের

সাকিবকে তিন ফরম্যাটের অধিনায়ক করার পরিকল্পনা নেই বিসিবির

‘এই অবস্থায় টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলা সম্ভব নয়’

শ্রীলঙ্কার এলপিএল আয়োজনের সামর্থ্য নিয়ে সন্দিহান পাপন