Scores

এমন ম্যাচ ভুলে যেতে চান সাকিব

আফগানিস্তানের বিপক্ষে লজ্জাজনকভাবে হেরেছে বাংলাদেশ। এমন হারের পর নিশ্চয়ই যে কেউই এই ম্যাচ ভুলে যেতে চাইবেন। বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানও যেন চাইছেন সেটি। টেস্টের কথা ভুলে সামনের টি-টোয়েন্টি নিয়ে ভাবতে চান বাংলাদেশ দলের এ অধিনায়ক।

এ ম্যাচ থেকে রক্ষা পাওয়ার সবচেয়ে বড় উপায় ছিল সাকিব ও সৌম্য এবং বৃষ্টি। সারাদিনের বৃষ্টি শেষে বিকেলে ম্যাচ মাঠে গড়ালে শেষ পর্যন্ত সেটিও নিজেদের দখলে রাখতে পারল না বাংলাদেশ। প্রথমবারের মুখোমুখিতে আফগানদের কাছে ২২৪ রানের বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ। সাকিব নিজেই আউট হয়েছেন বাজে শট খেলে।

Also Read - দিনভর বৃষ্টিও বাঁচাতে পারল না বাংলাদেশকে


দীর্ঘ সময় ধরে টেস্ট খেলার পরও সাদা পোশাকের ক্রিকেটে এমন অবস্থা কেন বাংলাদেশের? অধিনায়ক হিসেবে এ ম্যাচ দ্রুত ভুলতে চাইবেন সাকিব আল হাসান। সেই সাথে সাকিবের লক্ষ্য আসন্ন ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজকে ঘিরে।

“এই ম্যাচে আমাদের ব্যাটিং ও তাঁদের বোলিং ম্যাচের পার্থক্য গড়ে দিয়েছে। আমাদের এখনও প্রচুর কঠোর পরিশ্রম করতে হবে টেস্টে ভালো ও ধারাবাহিক দল হতে। দীর্ঘ ২০ বছর ধরে টেস্ট খেলার পর এমন পারফরম্যান্স মানায় না। এটা ঠিক আমরা অনেকদিন পর টেস্ট খেলছি কিন্তু পুরো কৃতিত্ব আফগানদের।”

“যত দ্রুত সম্ভব আমাদের এই ম্যাচ ভুলে যাওয়া উচিৎ এবং টি-টোয়েটি সিরিজ নিয়ে ফোকাস করা উচিৎ। আফগানিস্তান এ ফরম্যাটে খুবই ভালো দল। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে টি-টোয়েন্টিতে ফোকাস করা উচিৎ আমাদের।”

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

এইচপি দলের নতুন কোচ র‍্যাডফোর্ড

স্বস্তি ফিরে পেয়েছেন সৌম্য সরকার

‘মাঠের ভেতরের স্টোকস’ হতে চান সাইফউদ্দিন

সাঙ্গাকারার প্রশংসা শুনে ঘুমাতে পারেননি সাইফউদ্দিন

ব্রডের ঘটনায় উঠে এল মাশরাফি আর বাংলাদেশের নাম