Scores

এমন রোমাঞ্চকর ম্যাচ, ভাবতে পারেননি বাটলার-স্টোকসরাও

সম্ভবত ক্রিকেট বিশ্বকাপের সেরা ফাইনাল ম্যাচটা এবারই দেখল বিশ্ববাসী। যেমনটা বলছেন ইংল্যান্ডের হয়ে ম্যাচ ঘুরানো জস বাটলার। ইংল্যান্ডের জয়ের আরেক নায়ক বেন স্টোকস জানিয়েছেন, ওভার থ্রোয়ের ঘটনায় তিনি নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসনের কাছে দুঃখপ্রকাশ করেছেন।

ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড বিশ্বকাপ ২০১৯ ফাইনাল

দলীয় শতরান পূরণ হওয়ার আগেই ৪ উইকেট হারিয়ে চাপে পড়েছিল স্বাগতিকরা। সেখান থেকে ইংল্যান্ডের পক্ষে ম্যাচ নিয়ে গিয়েছেন স্টোকস ও বাটলার। মূলত তাদের জুটিটাই গড়ে দিয়েছিল ইংল্যান্ডের ভাগ্য।

Also Read - সাকিব নন, বিশ্বকাপের সেরা খেলোয়াড় উইলিয়ামসন


সুপার ওভারেও ব্যাট করতে নেমেছিলেন এই দুইজনই। সুপারে ওভারে ১৫ রান তুলে ইংল্যান্ডের জয়ে এখানেও বড় ভূমিকা তারাই পালন করেছেন। ম্যাচজয়ী ইনিংস খেলা স্টোকস অবশ্য জয়ের পরে আবেগঘন হয়ে ঠিক করে কথায় বলতে পারছিলেন না।

স্টোকস বলেন, ‘সত্যি বলতে, ভাষায় প্রকাশ করতে পারছি না। এখানে আসতে গত ৪ বছর অনেক পরিশ্রম করতে হয়েছে। বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার অনুভূতি অসাধারণ। সবসময়ই নিউজিল্যান্ডের বিপক্ষে খেলাটা অনেক চ্যালেঞ্জিং। দলটিতে অনেক দুর্দান্ত ক্রিকেটাররা আছেন।

ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে ওভার থ্রোয়ের ফলের অতিরিক্ত ৪ রান পেয়ে যায় ইংল্যান্ড। বলটি ব্যাটসম্যান স্টোকসের গা ঘেষে চলে গিয়েছিল সীমানার দিকে। যদিও এতে তার দোষ ছিল না, তবুও কিউই অধিনায়কের সাথে সৌজন্যমূলক আচরণ করেছেন তিনি, ‘আমি কেনের (উইলিয়ামসন) সাথে কথা বলেছি। দুঃখ প্রকাশ করেছি।’

বাটলার বলেন তার দেখা সেরা ম্যাচ ছিল এটিই। নিউজিল্যান্ডের ওপরে সবসময় চাপ প্রয়োগ করতে চেয়েছিলেন। তাই এমন রোমাঞ্চকর একটা ম্যাচ হবে এটা তিনিও ভাবেননি।

এই ডানহাতি ব্যাটসম্যানের ভাষায়, ‘আমার মনে হচ্ছে, ক্রিকেটের রোমাঞ্চকর সবকিছুই আমি দেখে ফেললাম। কী দুর্দান্ত একটা হলো! ভাষায় প্রকাশ করা কষ্টকর। আমরা দুইজন (স্টোকস) প্রায় শেষ পর্যন্ত মাঠে থাকতে পারলে রানরেট নিয়ে খুব একটা সমস্যা হবে না, এটা জানতাম। ভালো জুটিই আমাদের জয় এনে দিয়েছে। সবসময়ই নিউজিল্যান্ডের ওপর চাপ প্রয়োগ করতে চাচ্ছিলাম। তবে ভাবতে পারিনি শেষটা এমন হবে।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

বিশ্বকাপ সেরার পুরস্কার আশা করেছিলেন সাকিবও!

বিশ্বকাপের শেষ ম্যাচেই অবসর নিতে চেয়েছিলেন মাশরাফি

স্টোকসের দৃষ্টিতে কোহলির অভিযোগটা ছিল ‘উদ্ভট’

বিশ্বকাপ ব্যর্থতার দায় নিজেদের কাঁধেই নিচ্ছেন মাশরাফি-তামিম

করোনা মোকাবেলায় জার্সি দান করলেন নিকোলস