Scores

এমসিসির পক্ষ থেকে ডি ভিলিয়ার্সকে বিশেষ সম্মাননা

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও এখনো বিভিন্ন দেশে ঘরোয়া ক্রিকেট খেলে চলেছেন এবি ডি ভিলিয়ার্স। সাবেক দক্ষিণ আফ্রিকান অধিনায়ক ইংলিশ কাউন্টি ক্লাব মিডলসেক্সের হয়েও মাঠ মাতিয়েছেন, যদিও মাত্র ৫টি ম্যাচে। তাতেই তিনি পেয়েছেন বিশেষ সম্মাননা।

এমসিসির পক্ষ থেকে ডি ভিলিয়ার্সকে বিশেষ সম্মাননা

মিডলসেক্সের ঘরের মাঠ লর্ডস। চলমান টি-টোয়েন্টি ব্লাস্টে লর্ডসের হয়ে ৫টি ম্যাচ খেলেছেন ডি ভিলিয়ার্স। তারকা ক্রিকেটারকে সম্মাননা জানাতে লর্ডসের মালিকানাধীন ধারণ করা মেরিলিবোন ক্রিকেট ক্লাব বা এমসিসি তাকে আজীবন সদস্যপদের সম্মাননা পেয়েছেন প্রোটিয়া ক্রিকেটার।

Also Read - পরিবারকে ঈদ-শুভেচ্ছাও জানাতে পারেননি ভারতীয় এই ক্রিকেটার!


দারুণ এই স্বীকৃতিতে বেশ খুশি ডি ভিলিয়ার্স। তিনি বলেন, ‘লর্ডসই বিশ্বের সেরা মাঠ। সবাই জানে যে লর্ডসের সদস্য হতে পারা কত বড় সম্মানের। এছাড়া এটা মাঠ ও মাঠের বাইরে আমার ক্রিকেট ক্যারিয়ারের জন্যও একপ্রকার স্বীকৃতি। এ জায়গায় বারবার আসা সত্যিই আনন্দদায়ক। এখন সদস্য হয়ে যাওয়ায় ফিরে ফিরে আসার কারণও তৈরি হয়ে গেল।’

মিডলসেক্সের হয়ে এখন পর্যন্ত আসরে ৫টি ম্যাচ খেলা ডি ভিলিয়ার্স হাঁকিয়েছেন ৩টি অর্ধ-শতক। বয়স ৩৫ হলেও এখনো যে হাড়ে মরচে ধরেনি তাই যেন প্রমাণ করে চলেছেন।

লর্ডস বা এমসিসির পক্ষ থেকে আজীবন সদস্যের সম্মানিত খেতাব মূলত দেওয়া হয় কিংবদন্তীতুল্য ক্রিকেটারদের। ডি ভিলিয়ার্স একজন কিংবদন্তী, এতে কোনো সন্দেহ নেই। যদিও ২০১৮ সালে হুট করে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে অনেকের মনঃক্ষুণ্ণের কারণ হন তিনি। ২০১৯ বিশ্বকাপে অংশ নিতে চাইলেও বোর্ডের সাথে বনিবনা না হওয়ায় আর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা হয়নি তার।

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

রান না করলে এটাই ছিল আমার শেষ ম্যাচ : বাটলার

পাকিস্তানের ২০ বছরের রেকর্ড ভেঙে ইংল্যান্ডের রোমাঞ্চকর জয়

ইংল্যান্ড স্কোয়াডে যুক্ত হলেন আরও এক পেসার

ম্যানচেস্টার টেস্ট জমে ক্ষীর!

আইপিএলের জন্য সিরিজ পেছাল ইংল্যান্ডও