Scores

এমসিসির সভায় সাকিবের প্রস্তাব

সম্প্রতি ভারতের ব্যাঙ্গালোরে এমসিসির বিশ্ব ক্রিকেট কমিটির মিটিং অনুষ্ঠিত হয় মার্চের ৮ ও ৯ তারিখে। সেখানে এমসিসির ক্রিকেট কমিটির সদস্য বিশ্বের বিভিন্ন দেশের তারকা ক্রিকেটাররা ক্রিকেটের উন্নয়নে বিভিন্ন পরামর্শ প্রদান করেন।

এমসিসির সভায় সাকিবের প্রস্তাব
সাকিব আল হাসান এমসিসির সভায়। ছবি : এমসিসি

 

 

Also Read - টেস্ট ক্রিকেটেও ফ্রি-হিট ও শট ক্লক!


শেন ওয়ার্ন, কুমার সাঙ্গাকারার মতো লিজেন্ডদের পাশাপাশি এমসিসির মিটিংয়ে মতামত প্রধান করেন বাংলাদেশের সাকিব আল হাসান। তিনি সহ কমিটির বাকি সদস্যরা বেশ কিছু নতুন প্রস্তাব দেন। সাকিব আসন্ন টেস্ট চ্যাম্পিয়নশিপে সকল দেশে একই বলে খেলার দাবি করেছেন বাকিদের সাথে। সাকিব বলেন ” টেস্ট ক্রিকেটারদের দেশের বাইরে ভিন্ন বলে খেলতে অনেক সমস্যা হয়। আইসিসির উচিত হবে টেস্ট চ্যাম্পিয়নশিপে সকল কন্ডিশনে একই ধরনের বল ব্যবহার করা যাতে সকলের জন্য একই কন্ডিশন থাকে “। ২০১৭ সালে প্রথম বাংলাদেশী হিসেবে এমসিসির ওয়ার্ল্ড ক্রিকেট কমিটিতে জায়গা পান সাকিব আল হাসান। এর পূর্বেও এমসিসির মিটিংয়ে উপস্থিত হয়ে ক্রিকেটের বিভিন্ন বিষয়ে সাকিব নিজের মতামত ও প্রস্তাবনা দিয়েছেন।

টেস্ট ক্রিকেটে দেশের বাইরে বেশিরভাগ দলের পারফরম্যান্সই হতাশাজনক। সম্প্রতি বাংলাদেশ দল বাজেভাবে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ হেরেছে। ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপের পর থেকে শুরু হবে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ। প্রতিটি দল দুইবছরে ৩টি হোম ও ৩টি এওয়ে সিরিজ খেলবে। টেস্ট সিরিজের পারফরম্যান্সের উপর ভিত্তি করে প্রাপ্ত পয়েন্ট অনুযায়ী দুই বছর শেষে সেরা দুইটি দল খেলবে ফাইনাল।

টেস্টের সেরা ৯টি দল অংশগ্রহণ করবে এই টেস্ট চ্যাম্পিয়নশিপে। সাধারণত বিশ্বের বিভিন্ন দেশ ভেদে টেস্টে ডিউক, কোকাবুরা ও এসজি এই ৩ ধরনের বল ব্যবহার করা হয়ে থাকে। কমিটি নির্দিষ্ট করে কোন বলকে সার্বজনীন হিসেবে ব্যবহারের জন্য উল্লেখ্য করেনি। ২০১৯ সালের এশেজ সিরিজ হবে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম টেস্ট সিরিজ। বাংলাদেশ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে তাদের প্রথম সিরিজ খেলবে ভারতের বিপক্ষে তাদের মাটিতে চলতি বছরের নভেম্বর মাসে।

বলের প্রস্তাবনা ছাড়াও কমিটি প্রস্তাব করেছে টেস্ট ক্রিকেটে ফ্রি হিট প্রত্যাবর্তনের। ফ্রি হিট এতদিন শুধু ওয়ানডে ও টি টোয়েন্টি ক্রিকেটেই ছিলো। তবে কমিটির দাবি টেস্ট ক্রিকেটে ফ্রি হিট থাকলে বোলাররা আরো সতর্ক থাকবে নো বল করা থেকে। টেস্ট ক্রিকেটে শট ক্লকের প্রস্তাবও রয়েছে স্লো ওভার রেট কমানোর জন্য। এমসিসির আগামী সভা অনুষ্ঠিত হবে আগস্টের ১১ ও ১২ তারিখ লন্ডনে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

সাঙ্গাকারার দায়িত্বের মেয়াদ বাড়ছে

সেই বীর চালকের সাথে দেখা করলেন সাঙ্গাকারা

সাঙ্গাকারার নেতৃত্বে পাকিস্তানে খেলবে এমসিসি একাদশ

সাকিব-বিশপের জায়গায় এমসিসির কমিটিতে কুক-স্কেরিট

বিশ্বকাপ ফাইনালে ধৈর্যশীলতা দেখানোর পুরস্কার জিতল কিউইরা