Scores

এলপিএলে ফিক্সিংয়ের প্রস্তাব, তদন্তে আইসিসি

লঙ্কান প্রিমিয়ার লিগের (এলপিএল) দুঃসময় যেন পিছু ছাড়ছে না। বারবার বাধাগ্রস্ত হওয়া লঙ্কান লিগটি এবার পড়েছে ফিক্সিংয়ের বিতর্কে। টুর্নামেন্ট শুরুর আগেই এলপিএলকে ঘিরে ফিক্সিংয়ের গন্ধ পেয়েছে আইসিসি।

এলপিএলে ফিক্সিংয়ের প্রস্তাব, তদন্তে আইসিসি



আইসিসির দাবি, এলপিএলে ফিক্সিং হওয়ার সম্ভাবনা রয়েছে। অভিযোগের তীর সাবেক এক ক্রিকেটারের দিকে। এলপিএলের এক ক্রিকেটারকে তিনি অর্থের বিনিময়ে খেলা পাতানোর প্রস্তাব দিয়েছেন। এলপিএলের ক্রিকেটার বা অভিযুক্ত সাবেক ক্রিকেটার কারও পরিচয়ই অবশ্য খোলাসা করা হয়নি।

Also Read - শরিফুল-মোসাদ্দেকদের আগুনে বোলিংয়ে নিষ্প্রভ ঢাকা

তবে আইসিসি জানিয়েছে, অভিযুক্ত সাবেক ক্রিকেটার বর্তমানে নিজের দেশ ছেড়ে ভিন্ন এক দেশে অবস্থান করছেন। এর আগেও তাকে ম্যাচ ফিক্সিং সংক্রান্ত অভিযোগে অভিযুক্ত করা হয়েছিল, যদিও ঐ অভিযোগ থেকে তিনি ইতোমধ্যে মুক্তি পেয়েছেন বলে জানানো হয়েছে।

সাবেক এই ক্রিকেটার আংশিক ফিক্সিং নয়, পুরো ম্যাচের ফলাফল পাল্টে দেওয়ার কুপ্রস্তাব দিয়েছিলেন। আইসিসির দুর্নীতি দমন বিভাগ আকসু বিষয়টি খতিয়ে দেখছে। যদিও তদন্ত কার্যক্রম চলমান থাকায় এ মুহূর্তে আইসিসি বা এলপিএলের আয়োজক শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) এ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

ফিক্সিংয়ের প্রস্তাব দেওয়ার অভিযোগে বিতর্ক যখন তুঙ্গে, এলপিএল অবশ্য তখন শুরুর ক্ষণ গুনছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় শুরু হচ্ছে আসরের উদ্বোধনী ম্যাচ। চোট, প্রস্তুতির ঘাটতি ও করোনার কারণে অবশ্য বেশ কয়েকজন তারকা ক্রিকেটার এলপিএলে অংশ নিচ্ছেন না। এমনকি লঙ্কান টি-টোয়েন্টি অধিনায়ক ও বোলিং কিংবদন্তি লাসিথ মালিঙ্গাও খেলবেন না আসরটিতে। এতে শুরুর আগেই জৌলুস হারিয়েছে নতুন টি-টোয়েন্টি লিগটি।

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 


Related Articles

টেস্ট সিরিজের আম্পায়ারদের তালিকা চূড়ান্ত, অভিষেক হচ্ছে সৈকতের

আইসিসির আসর আয়োজনের জন্য এ বছরই লড়বে পিসিবি

দশকসেরা একাদশের ক্যাপ পেলেন সাকিব

‘ফিক্সিংয়ের দেশ’ শ্রীলঙ্কা নিয়ে ইংল্যান্ডকে বাড়তি সতর্কবার্তা আইসিসির

ক্ষমা চাইল অস্ট্রেলিয়া, আইসিসির নিন্দা