Scores

এলপিএলে ৭ দিনের কোয়ারেন্টিন, চলবে অনুশীলনও

বাংলাদেশের ৭ দিনের কোয়ারেন্টিনের দাবিতে আপত্তি জানিয়েছিল শ্রীলঙ্কা। ১৪ দিনের কোয়ারেন্টিন ছিল ‘বাধ্যতামূলক’, ছিল না কোয়ারেন্টিনকালে অনুশীলনের সুযোগও। অথচ লঙ্কান প্রিমিয়ার লিগে (এলপিএল) অনুশীলন সুবিধাসহ ৭ দিন কোয়ারেন্টিনের নিয়ম করা হয়েছে।

নিলামের সূচিসহ আবারো পেছাল এলপিএল

বাংলাদেশের দাবি মানার ক্ষেত্রে অনমনীয় ছিল শ্রীলঙ্কার স্বাস্থ্য মন্ত্রনালয় ও কোভিড টাস্কফোর্স। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত তিনটি টেস্ট খেলতে গত সেপ্টেম্বরে বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা ছিল। বাংলাদেশের পক্ষ থেকে সফরের পূর্ণ প্রস্তুতিও সম্পন্ন হয়েছিল। বায়ো সেফটি বাবলে থেকে অনুশীলন করেছিলেন ক্রিকেটাররা। মুস্তাফিজুর রহমান আইপিএলে ডাক পেলেও শ্রীলঙ্কা সফরের জন্য তাকে এনওসি দেওয়া হয়নি। কিন্তু লঙ্কানদের অনড় অবস্থানের কারণে শেষপর্যন্ত শ্রীলঙ্কা সফর স্থগিতাদেশ পায়।

Also Read - পাকিস্তানের চূড়ান্ত টি-টোয়েন্টি দলে ঠাই হল না '৩' ক্রিকেটারের

তবে বাঁধ সেধেছিল লঙ্কান সরকারের কোয়ারেন্টিন বিষয়ক কড়া নীতিমালা। করোনার ঝুঁকি এড়াতে শ্রীলঙ্কায় পা রেখে বিদেশিদের ১৪ দিনের কোয়ারেন্টিন বাধ্যতামূলক। তখন শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) জানিয়েছিল, সরকারের নির্দেশনা না মানার কোনো সুযোগ নেই। এ মাসেই শুরু হতে যাওয়া এলপিএল খেলতে ৩০ জন বিদেশি ক্রিকেটার যাবেন শ্রীলঙ্কায়। তাদের জন্য অনুরোধ করে ঠিকই সরকারের মন গলাতে সক্ষম হয়েছে এসএলসি।

লঙ্কান রাষ্ট্রপতি গতবায়া রাজাপক্ষে ৭ দিনের অনুশীলনসহ কোয়ারেন্টিনের অনুমোদন দিয়েছেন। এসএলসি সভাপতি, এলপিএল প্রধান, ক্রীড়া মন্ত্রী ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্তাদের উপস্থিতিতে বোর্ড কর্তারা রাষ্ট্রপতির কাছে এলপিএলে কোয়ারেন্টিনের নীতি শিথিল করার প্রয়োজনীয়তা তুলে ধরেন। দেশে ক্রীড়া পরিবেশ স্বাভাবিক করে তোলার উদ্দেশে লঙ্কান রাষ্ট্রপতি কোয়ারেন্টিনের শর্ত শিথিল করেন।

রাষ্ট্রপতির সভায় উপস্থিত এসএলসির সংশ্লিষ্ট সূত্র বিডিক্রিকটাইমকে জানায়, ‘৭ দিনের কোয়ারেন্টিনে বিদেশি খেলোয়াড়দের ১-২ দিন আবদ্ধ থাকার প্রয়োজন আছে কি না তা নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় আর কোনো নীতিমালা গঠন করবে না। দেশে খেলাধুলা স্বাভাবিক করতে এই টুর্নামেন্ট আয়োজনে রাষ্ট্রপতি সম্মতি জানিয়েছেন।’

এলপিএলের প্রথম আসর শুরু হবে ২১ নভেম্বর। আসরের পর্দা নামবে ১৩ ডিসেম্বরের ফাইনালের মাধ্যমে, যার জন্য ১৪ ডিসেম্বর রিজার্ভ ডে রাখা হয়েছে। পাঁচ দলের ১৫ দিনব্যাপী টুর্নামেন্টে ২৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

Related Articles

জাফনাকে এলপিএলের শিরোপা জেতালেন মালিক

বরখাস্ত গিবস, এক টুর্নামেন্টে চারবার হেড কোচ খুঁজল কলম্বো

আমিরের সাথে নাভিনের অশিষ্টতা, মাঠেই রেগে আগুন আফ্রিদি

তরুণদের কাছে ‘সুপারম্যান’ হতে চান আফ্রিদি

ভিডিও: ১৯ বলে রাসেলের ৬৫ রানের ঝড়